ব্যাটারি চলবে দীর্ঘক্ষণ, চার্জ হতে সময় নেবে ক’মিনিট, Asus এর নতুন জোড়াফোনে চমক

আসুস (Asus) সম্প্রতি ভারত সহ অন্যান্য দেশে ROG Phone 7 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে ROG Phone 7 এবং ROG Phone 7 Ultimate নামে দুটি প্রিমিয়াম ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। উভয় ফ্ল্যাগশিপেই Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। বর্তমানে আসুস তাদের গেমিং-ভিত্তিক ROG Phone সিরিজের অধীনে আরও দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এগুলি হল Asus ROG Phone 7D এবং ROG Phone 7D Ultimate। আর এখন অফিসিয়াল লঞ্চের আগে, একটি রিপোর্টের মাধ্যমে ROG Phone 7D সিরিজ সম্পর্কে কিছু তথ্য ফাঁস হয়েছে।

ফাঁস হল Asus ROG Phone 7D সিরিজ লঞ্চের টাইমলাইন

নিউজঅনলি-এর একটি নতুন রিপোর্টে টিপস্টার পারস গুগলানিকে উৎস হিসাবে উদ্ধৃত করে, প্রকাশ করা হয়েছে যে, আসুস আরওজি ফোন ৭ডি সিরিজের লঞ্চ খুব শীঘ্রই হতে চলেছে। টিপস্টার জানিয়েছেন যে, স্ট্যান্ডার্ড আরওজি ফোন ৭ডি-এর মডেল নম্বর AI2301_A এবং AI2301_C৷ অন্যদিকে, আরওজি ফোন ৭ডি আলটিমেট AI2301_B এবং AI2301_Dbমডেল নম্বরটি বহন করে৷ পারস গুগলানি আরও জানান যে, এই ডিভাইস দুটি আগামী আগস্ট মাসে চীনে আত্মপ্রকাশ করবে। চীনে লঞ্চ হওয়ার পরে ফোনগুলি অন্যান্য দেশেও আত্মপ্রকাশ করতে পারে।

জানিয়ে রাখি, আসুস আরওজি ফোন ৭ডি লাইনআপের ডিভাইসগুলি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে, যা আসন্ন ডাইমেনসিটি ৯২০০+ চিপসেটটিও হতে পারে। এছাড়াও, এই সিরিজে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। বাদবাকি হার্ডওয়্যারও একই থাকবে বলে মনে করা হচ্ছে। আরওজি ফোন ৭ডি সিরিজে ২,৪৪৮ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনটি ১৬৫ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস, ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Asus ROG Phone 7D-এর সিরিজের ফোনগুলির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে। প্রধান ক্যামেরার সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও যুক্ত থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনগুলি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। ROG Phone 7D সিরিজে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে।

এছাড়াও, ROG Phone 7D সিরিজ সম্ভবত ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩-এর জন্য সাপোর্ট প্রদান করবে এবং এতে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এগুলিতে আরওজি ইউআই (ROG UI) বা জেন ইউআই (Zen UI)-এর মধ্যে পছন্দমতো ইউজার ইন্টারফেস বেছে নেওয়ার অপশনে থাকবে। ROG Phone 7D সিরিজ ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।