Simple Energy: সিম্পল এনার্জির দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার জুনে লঞ্চ হবে, দাম হবে কম
Simple One ফ্ল্যাগশিপ ই-স্কুটারের পর এবার আরও একটি নতুন ব্যাটারিচালিত স্কুটার লঞ্চ করতে চলেছে বেঙ্গালুরুর Simple Energy। সংস্থার প্রথম ই-স্কুটার Simple One-এর ডেলিভারি শুরু হবে জুনে। একই সময়ে আরেকটি বৈদ্যুতিক স্কুটারের ঘোষণা করবে সিম্পল এনার্জি। সম্প্রতি সংস্থার প্রতিষ্ঠাতা সুহাস রাজকুমার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
সুহাস বলেন, ইতিমধ্যেই সিম্পল ওয়ানের টেস্ট রান শুরু হয়েছে এবং এবং জুনের মধ্যে আমরা ডেলিভারি চালু করব। পিঠোপিঠি সময়ে আমাদের দ্বিতীয় ইলেকট্রিক স্কুটারের ঘোষণা হবে। বর্তমানে আমাদের পাররফরম্যান্স ওরিয়েন্টেড ওয়ান মডেলের তুলনায় এটি আরও সস্তা হবে৷ দাম রাখা হবে সাধ্যের মধ্যে।
সিম্পল এনার্জির আপকামিং ই-স্কুটারটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হবে। এতে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি এবং মোটর থাকবে। সুহাসের কথায়, সবাই পাওয়ারফুল ই-স্কুটার চান না। বাজেট টাইট এমন গ্রাহকদের জন্য সেটি নিয়ে আসছি আমরা। এছাড়া তেমন কিছু আর খোলসা করেননি সুহাস।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে লিথিয়াম আয়ন ব্যাটারির মূল উপাদান ‘লিথিয়াম আয়ন সেল’ ভারতের মাটিতেই উৎপাদনের লক্ষ্যে মার্কিন ব্যাটারি টেকনোলজি সংস্থা সিফোরভি (C4V)-এর সাথে জোট বেঁধেছে সিম্পল এনার্জি। সিফোরভির পেটেন্ট নেওয়া ইন্ডাস্ট্রি লিডিং সেফটি, হাই-এনার্জি ডেনসিটি, দ্রুত চার্জ হওয়ার সুবিধাযুক্ত, এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সেল সিম্পল এনার্জি তাদের আসন্ন দু’চাকা এবং চার চাকার বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করবে। সিফোরভি দাবি করেছে, তাদের ব্যাটারি এমন প্রযুক্তি দিয়ে তৈরি যা আগুন ধরে যাওয়া বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে দেয় না।