Sony α6700: কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে দুর্ধর্ষ ক্যামেরা লঞ্চ করল সনি, দাম জেনে রাখুন

জাপানের সংস্থা সনি (Sony) তাদের ক্যামেরার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সেই সুনাম বজায় রেখে এক নতুন মিররলেস ক্যামেরা ভারতে লঞ্চ করেছে তারা। এটি কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষমতায়ন করার লক্ষ্যে বাজারে আনা হয়েছে। α6700 ক্যামেরাটি ফুল-ফ্রেম Alpha এবং Cinema লাইন সিরিজের অনুরূপ বিভিন্ন প্রিমিয়াম ইমেজিং এবং ভিডিও ফিচার্স অফার করে।

Sony α6700-এর স্পেসিফিকেশন এবং ফিচার

সনি আলফা৬৭০০-এর কমপ্যাক্ট ডিজাইন বহন করার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এটির ওজন মাত্র ৪৯৩ গ্রাম এবং পরিমাপ ১২২ x ৬৯ x ৭৫.১ মিলিমিটার। এতে টাচ সাপোর্ট, কাস্টমাইজেবল ডায়ালচ ইলেকট্রনিক ভিউফাইন্ডার সহ ভ্যারি-অ্যাঙ্গেল ৩ ইঞ্চির এলসিডি মনিটর রয়েছে। ২৬ মেগাপিক্সেলের Exmor R CMOS সেন্সর রয়েছে Sony α6700 ক্যামেরায়। সংস্থার নিজস্ব BIONZ XR প্রসেসিং ইঞ্জিন দ্বারা সজ্জিত এটি। ক্যামেরাটি ৩২,০০০ পর্যন্ত আইএসও (ISO) লেভেল সাপোর্ট করে৷ এতে ১৪+ স্টপের ডায়নামিক রেঞ্জ, এআই সিন রেকগনিশন, এবং এস-সিনেটোন পিকচার প্রোফাইল রয়েছে৷

স্টেবল শুটিংয়ের জন্য, α6700 একটি ৫-অ্যাক্সিস ইন-বডি ইমেজ স্ট্যাবিলাইজেশন অফার করে। সনির নতুন ক্যামেরাটি গ্রেডেশনের জন্য এস-লগ (S-Log) সহ ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে একটি বিল্ট-ইন স্টেরিও মাইক এবং একটি মনোরাল স্পিকারও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, Sony α6700 ই-মাউন্ট লেন্সের সাথে কমপ্যাটিবল। ক্যামেরার কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ৪.২, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, এইচডিএমআই (HDMI) মাইক্রো কানেক্টর এবং রিমোট কন্ট্রোল।

Sony α6700-এর দাম এবং লভ্যতা

ভারতে শুধুমাত্র সনি আলফা৬৭০০-এর বডির মূল্য ১,৩৬,৯৯০ টাকা। ১৬-৫০ মিমি লেন্স সহ ক্যামেরাটি ১,৪৭,৪৯০ টাকায় পাওয়া যাবে, যেখানে ১৮-১৩৫ মিমি জুম লেন্স সহ ক্যামেরাটির দাম পড়বে ১,৭২,৯৯০ টাকা। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন এবং অফলাইন স্টোরগুলিতে কেনার জন্য উপলব্ধ এটি।