গ্যালভান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কারনে ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ। ভারতবাসী চীনা প্রোডাক্ট বর্জন করার দাবি জানাতে শুরু করেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোকাল ফর লোকাল এর ডাক দিয়েছিলেন। আজ আমরা এই ভোকাল ফর লোকাল কে মাথায় রেখে এমন কিছু গাড়ি নিয়ে কথা বলবো যা সম্পূর্ন ভাবে ভারতে তৈরী হয়।
Tata Nexon :
টাটা তাঁর সাবকম্প্যাক্ট এসইউভিকে ভোকাল ফর লোকাল হিসবে প্রচার করছে। এটিতে ব্যবহার করা হয়েছে ১.২ লিটারের ৩ সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন যা ১১৮.৩ এইচপি শক্তি প্রদান করে। ৫ গতির গিয়ারবক্স সহ প্রস্তুত এই গাড়িটিতে আছে সানরুফ, অ্যাপেল কারপ্লে, অটো হেডল্যাম্প, ক্রুজ নিয়ন্ত্রণ ইত্যাদি।
Mahindra XUV300 :
মহিন্দ্রা কোম্পানির এই গাড়িটিতে দেওয়া হয়েছে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন যা ১০৮ এইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক প্রদান করে। এছাড়াও গাড়িটিতে দেওয়া হয়েছে ৭ টি এয়ারব্যাগ, ৪ ডিস্ক ব্রেক, ফ্রন্ট পার্কিং সেন্সর , এবিএস সহ ডবল জোন এসি ইত্যাদি।
Tata Safari :
গাড়ির জগতের জনপ্রিয় কোম্পানি টাটার এই লিস্টে থাকা দ্বিতীয় গাড়িটি হল টাটা সাফারি। এটি টাটার প্রস্তুত করা প্রথম এসইউভি যাকে ঘরোয়া এসইউভি ও বলা চলে। এই গাড়িটিতে দেওয়া হয়েছে টার্বো ডিজেল ইঞ্জিন যা ৮৯ বিপিপি শক্তি প্রদান করতে সক্ষম।
Hyundai Grand i10 Nios :
হিন্ডাই এর এই গাড়িটি অন্যতম একটি বিখ্যাত গাড়ি যাতে রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এটি হুন্ডাই আই ১০ এর উন্নত মডেল। গাড়িটি পাওয়া যায় দুটি ভ্যারিয়েন্টে। যার মধ্যে একটিতে দেওয়া হয়েছে ১.২ লিটার এর পেট্রোল ইঞ্জিন এবং অপরটিতে দেওয়া হয়েছে ১.২ লিটারের ডিজেল ইঞ্জিন।
DC Avanti :
দেশে প্রথম স্পোর্টস গাড়ি তৈরি করেন দেশের বিখ্যাত গাড়ি ডিজাইনার দিলীপ ছাবরিয়া। গাড়িটি ১টি ২ লিটার ইঞ্জিন দ্বারা সজ্জিত ছিল যা ৩১০ এন এম শক্তি ও ৩৪০ এনএম টর্ক প্রদান করে।
Mahindra Scorpio :
টাটা সাফারির পর যদি কোনো এসইউভি বিখ্যাত হয়ে থাকে তবে তা হল স্কর্পিও । ১৮ বছর ধরে নিজের ঐতিহ্য বয়ে নিয়ে চলা এই গাড়িটিতে দেওয়া হয়েছে ২.৬ লিটার এর টার্বো চার্জড ৪ সিলিন্ডার ইঞ্জিন যা ১৪০ এইচপি পাওয়ার ও ১৭০ এনএম টর্ক জেনারেট করে।
Hyundai Verna :
এই গাড়িটি সম্প্রতি অটোমোবাইল জায়েন্ট হোন্ডাই লঞ্চ করেছে। এটির তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার মধ্যে একটি ভ্যারিয়েন্টে ১ লিটার টার্বো চার্জড জীডীআই পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে যা ৯৮.৬৩ এইচপি পাওয়ার জেনারেট করে। অপর দিকে আরেকটি ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন যা ১১৩.৪ এইচপি পাওয়ার জেনারেট করে। আরেকটি ভ্যারিয়েন্টে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে যা ১১৩ এইচপি পাওয়ার জেনারেট করে।
Mahindra e2o :
দেশে যখন ইলেক্ট্রিক গাড়ি সম্পর্কে বিশেষ ধারণা ছিলনা তখন গাড়ির জগতের অন্যতম কোম্পানি মাহিন্দ্রা এই গাড়িটি লঞ্চ করে। এটিতে দেওয়া হয়েছে ১৯ কিলো ওয়াটের একটি ৩ ফেজ এসি ইন্ডাকশন মোটর যা ৭০ এনএম টর্ক জেনারেট করে।
Ford EcoSport :
ফোর্ড ইকোস্পোর্ট হল দেশের প্রথম কম্প্যাক্ট এসএউভি। এটিতে দেওয়া হয়েছে ১.৫ লিটার এর তিন সিলিন্ডার ইঞ্জিন যা ১২২ এইচপি এর পাওয়ার ও ১৪৯ এনএম টর্ক জেনারেট করে।