Kawasaki এর বড় মোটরসাইকেলের কাছে সবাই ঠান্ডা, ফাইভ বেস্ট সেলিং মডেলের লিস্টে তাদেরই 3
ভারতীয় টু-হুইলার বাজার বিশ্বের বুকে এমন এক সম্ভাবনাময় ব্যবসা ক্ষেত্র যেখানে লাখ টাকার কমিউটার বাইক থেকে শুরু করে কয়েক লাখ টাকার দামি বিলাসবহুল বাইক সবই হৈ হৈ করে বিকোচ্ছে। তবে জনপ্রিয়তার দিক থেকে কম-বেশি আছে বৈকি। ভারতের প্রিমিয়াম বাইকের সংখ্যা নেহাত কম নয়। রেট্রো স্টাইলিই হোক বা নেকেড, কিংবা স্পোর্টস বাইক অথবা অ্যাডভেঞ্চার, সমস্ত অপশন সব সময় প্রস্তুত। এদিকে জুনে বেস্ট সেলিং কমিউটার থেকে প্রিমিয়াম বাইকের বিক্রির পরিসংখ্যা পেশ করেছে গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।
গত মাসে প্রিমিয়াম বিলাসবহুল মোটরসাইকেলের তালিকায় আধিপত্য বিস্তার করে আছে জাপানের কাওয়াসাকি। এই সেগমেন্টের পাঁচ সর্বাধিক বিক্রিত মডেলের তালিকায় তাদেরই তিন বাইক। ৪০ ইউনিট বিক্রয়ের মাধ্যমে লিস্টে শীর্ষস্থানে Kawasaki Z900। এই নেকেড সুপারবাইকের দাম ৮.৮৪ লাখ টাকা (এক্স-শোরুম)। এর ঠিক পরের স্থানেই রয়েছে Kawasaki-র আরেক স্পোর্টস বাইক Ninja 650। গত বছরের একই সময়ের তুলনায় জুনে এর বিক্রি বেড়েছে ১৬০%। মূল্য ৬.৮৮ লাখ টাকা।
মে ধরে এই নিয়ে দু'মাস বেস্ট সেলিং প্রিমিয়াম বাইকের তালিকায় তৃতীয় স্থান ধরে রাখল Suzuki Hayabusa। বিক্রি হয়েছে ২৫ ইউনিট। মে মাসের তুলনায় তিন ইউনিট বেশি। ভ্যালু-ফর-মানি হাইপারবাইক হওয়ার কারণে বিক্রিবাটা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এই লেজেন্ডারি মডেলের দাম ১৬.৪৯ লাখ টাকা। গত মে মাস থেকে জুনে বিক্রিতে ৩২০ শতাংশ উন্নতি ঘটিয়ে চতুর্থ Triumph Trident 660। বিক্রি হয়েছে ২১টি। দাম ৭.৫৮ লাখ টাকা। ঘটনাচক্রে, ভারতে ট্রায়াম্ফ-এর সবচেয়ে সস্তা বাইক এটি।
তালিকায় শেষ অর্থাৎ পঞ্চম স্থান অধিকার করে আছে Kawasaki Ninja ZX-10R। কাওয়াসাকি গত মাসে ১,০০০ সিসির এই সুপারস্পোর্ট বাইকের ১৮ ইউনিট ডেলিভারি দিয়েছে। উল্লেখ্য, পাঁচটি বাইকের মধ্যে এর অশ্বশক্তি সর্বাধিক (২০০ বিএইচপি)। মূল্য ১৫.৮৩ লাখ টাকা (প্রতিটি এক্স-শোরুমের দাম)।