মাইলেজ ৮০ কিমির বেশি, দেশের সেরা ৫টি জ্বালানি সাশ্রয়ী বাইকের নাম জেনে নিন
বেশ কিছু দিন ঝিমিয়ে থাকার পর কলকাতা সহ সারা দেশজুড়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এভাবে চলতে থাকলে জ্বালানি তেলের দাম পুনরায় তিন অঙ্কের ঘরে পৌঁছতে খুব বেশি সময় নেবে না বলেই মনে করছে আমজনতা। যারা কমার্শিয়াল বা প্যাসেঞ্জার গাড়ি চালান স্বাভাবিকভাবেই তাঁদের কপালে এখন চিন্তার পুরু ভাঁজ। ফলে অনেক নতুন ক্রেতা এমন গাড়ির সন্ধানে আছেন, যা কম তেলে বেশি মাইলেজ দেবে, এবং সর্বোপরি রক্ষণাবেক্ষণের খরচ সাধ্যের মধ্যে থাকবে। যেহেতু দেশের জনসংখ্যার অধিকাংশ চলাচলের জন্য টু-হুইলারের ওপর নির্ভর করে থাকেন, তাই বর্তমানে দেশের বাজারে উপলব্ধ সর্বাধিক জ্বালানি সাশ্রয়ী পাঁচটি বাইকের তালিকা আমরা আজ আপনাদের সামনে এনে হাজির করলাম।
১- Bajaj CT100
তালিকায় প্রথম স্থানেই রয়েছে বাজাজের এন্ট্রি লেভেল কমিউটার বাইক সিটি১০০। আদ্যোপান্ত সাধারণ চেহারার এই বাইকের Automotive Research Association of India (ARAI) সার্টিফায়েড মাইলেজ ১০৪ কিমি/লিটার। ARAI-এর পরীক্ষায় বাজাজ সিটি১০০ হল একমাত্র মোটরসাইকেল যার ১০০-এর বেশি ফুয়েল এফিসিয়েন্সি রয়েছে। বাইকটির কিক স্টার্ট ভ্যারিয়েন্টের দাম ৪৯,১৫২ টাকা টাকা (এক্স-শোরুম, মুম্বাই)।
২ TVS Star City Plus
ভারতের সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী বাইকের তালিকায় দ্বিতীয় স্থানে টিভিএস স্টার সিটি প্লাস। স্টাইলিশ ডিজাইনের এই কমিউটার মোটরবাইকের ARAI সার্টিফায়েড মাইলেজ ৮৫ কিমি/লিটার। ভারতে বাইকটির দাম শুরু হচ্ছে ৬৬,৯৮৫ (এক্স-শোরুম দিল্লি) টাকা থেকে।
৩ - Bajaj Platina 110
বাজাজের সবচেয়ে বেশি বিক্রিত মোটরবাইক প্লাটিনা ১১০, এই তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। প্ল্যাটিনা ১১০-এর ARAI সার্টিফায়েড ফুয়েল এফিসিয়েন্সি হল ৮৪ কিমি/লিটার। এদেশে বাইকটির দাম শুরু হচ্ছে ৬৩,৪২৪ (এক্স-শোরুম দিল্লি) টাকা থেকে।
৪- Hero Super Splendor
তালিকায় ১২৫ সিসি-র বাইক দেখলে একটু চমকানোর কথা। তবে ১২৫ সিসি-র হিরো সুপার স্প্লেনডর কিন্তু প্রতি লিটারে ৮৩ কিমি পথ চলতে সক্ষম। ARAI-এর পরীক্ষায় বাইকটির এমনই দুর্দান্ত ফুয়েল এফিসিয়েন্সির কথা উঠে এসেছে। কোলকাতার এক্স শো-রুমে বাইকটির দাম শুরু ৭২,৪০০ টাকা থেকে। এটি ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম। কেউ ডিস্ক ব্রেক নিতে চাইলে অতিরিক্ত ৩৫০০ টাকা খরচ করতে হবে।
৫- Hero Splendour Plus
দেশের সর্বাধিক বিক্রিত বাইক হিরো স্প্লেনডর প্লাস এই তালিকায় পঞ্চম স্থানে। দারুণ মাইলেজের কারণে দু'দশকের বেশি সময় ধরে স্প্লেনডর প্লাস ভারতে তার জনপ্রিয়তা অটুট রেখেছে। বাইকটির ARAI অনুমোদিত মাইলেজ ৮০ কিমি/লিটার। কোলকাতার এক্স শো-রুমে বাইকটির দাম শুরু হচ্ছে ৬২,২৫০ টাকা থেকে।