এক রিচার্জেই বারো মাস আনলিমিটেড কল, ডেটা সহ Amazon Prime সাবস্ক্রিপশন, Vodafone Idea আনল নতুন প্ল্যান

ভোডাফোন আইডিয়া-এর ৩,১৯৯ টাকার প্রিপেড প্ল্যান গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা (সারা বছরের জন্য মোট ৭৩০ জিবি ডেটা) এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা প্রদান করে

যদিও ভারতের অন্যতম টেলিকম অপারেটর Vi-এর পোর্টফোলিওতে আগে থেকেই বার্ষিক প্ল্যান উপস্থিত। তবুও, Vodafone Idea সম্প্রতি Amazon প্রাইম ভিডিওর (মোবাইল এডিশন) সাবস্ক্রিপশনের সাথে ৩,১৯৯ টাকার একটি নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই প্রসঙ্গে, টেলকোটি জানিয়েছে যে, এই প্রথমবারের মতো প্রিপেইড গ্রাহকদের জন্য Vi প্রিপেইড প্ল্যানের সাথে প্রাইম ভিডিও সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কানেকশন এবং বিনোদন উভয়ই প্রদান করবে। এছাড়াও, টেলকোটির দাবি, তারাই একমাত্র এমন সংস্থা যারা সব থেকে কম দামে গ্রাহকদের বার্ষিক প্ল্যান সহ একাধিক সুবিধা অফার করছে।

Vodafone Idea এর ৩,১৯৯ টাকার বার্ষিক প্ল্যান

ভোডাফোন আইডিয়া-এর ৩,১৯৯ টাকার প্রিপেড প্ল্যান গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা (সারা বছরের জন্য মোট ৭৩০ জিবি ডেটা) এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা প্রদান করে, যার ভ্যালিডিটি সম্পূর্ণ ১ বছর। এছাড়াও, এই প্ল্যান “বিঞ্জ অল নাইট”, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটসের মত সুবিধাগুলিও অফার করে।

বিনোদন

Vi এই প্রথম অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল সংস্করণে এক বছরের সাবস্ক্রিপশন অফার করছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যামাজন প্রাইমের ৩৬৫ দিন বিভিন্ন কনটেন্ট উপভোগ করতে পারবেন।

অন্যান্য OTT প্ল্যান

Vi- এর মতে ৩,১৯৯ টাকার বার্ষিক প্ল্যানটি তাদের বিদ্যমান OTT প্ল্যান পোর্টফোলিওকে আরো শক্তিশালী করে তুলেছে। আর এই তালিকার মধ্যে রয়েছে ৩,০৯৯ টাকার, ৯০৩ টাকার, ৯০২ টাকার এবং ৯০১ টাকার রিচার্জ প্ল্যান। যেগুলি, ডিজনি + হটস্টার মোবাইল, সোনি লিভ প্রিমিয়াম মোবাইল এবং সান এনএক্সটি (টিভি + মোবাইল সাবস্ক্রিপশনের মতো ওটিটি সুবিধা অফার করে।

সুরাট ডায়মন্ড বোর্সে কানেকশন

এছাড়াও, Vodafone Idea বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা সম্প্রতি উদ্বোধন হওয়া সুরাট ডায়মন্ড বোর্সের ৪,০০০ এর বেশি অফিসে ভিআই কানেকশন ইনস্টল করেছে। যেটি, ওই এলাকায় ২৪×৭ বাধাবিহীন নেটওয়ার্ক কানেকশন প্রদান করবে।