TVS iQube ই-স্কুটারের বিক্রি বাড়ল ১০৮৪২.৮৬ শতাংশ, বৈদ্যুতিক যানবাহনে আগ্রহ বাড়ছে ক্রেতাদের?

By :  SHUVRO
Update: 2021-11-03 17:13 GMT

একধাক্কায় ১০৮৪২.৮৬% বাড়ল টিভিএস আইকিউব (TVS iQube) ইলেকট্রিক স্কুটারের বিক্রি। ২০২১-এর সেপ্টেম্বরে দেশে আইকিউব ই-স্কুটারের ৭৬৬ ইউনিট বিক্রি করেছে টিভিএস। তুলনাস্বরূপ, গত বছরের সেপ্টেম্বরে স্কুটারটির মাত্র ৭ ইউনিট বিক্রি হয়েছিল। আইকিউব সেপ্টেম্বরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাজাজ চেতক (Bajaj Chetak)-এর জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে।একই সময়ে চেতকের বিক্রির সংখ্যা ৬৪২ ইউনিট।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে আইকিউবের হাত ধরে বৈদ্যুতিক স্কুটারের জগতে পা রেখেছিল টিভিএস। প্রাথমিকভাবে সেটি লঞ্চ করা হয়েছিল হাতে গোনা কয়েকটি জায়গায়, পরবর্তীতে নতুন নতুন শহরে ই-স্কুটারটি আনা হয়। মূলত ১১০ সিসি-র পেট্রোলচালিত স্কুটারের বিকল্প হিসেবে আইকিউবের আত্মপ্রকাশ। দেরিতে হলেও এই সেগমেন্টে ই-স্কুটারটি নিজের উপস্থিতি জানান দিচ্ছে।

TVS iQube ব্যাটারি, রেঞ্জ

টিভিএস আইকিউব ই-স্কুটারে ৪.৪ কিলোওয়াট হাব-মাউন্টেড মোটর দেওয়া হয়েছে, যা এর সর্বোচ্চ গতিবেগ ৭৮কিমি/ঘন্টা নিয়ে যেতে সক্ষম। ৪.২ সেকেন্ডেই এর গতিবেগ ০-৪০ কিমি/ঘন্টা উঠে যায়। ইকো মোডে চালালে TVS iQube একটানা ৭৫ কিমি চলতে পারে৷ আবার পাওয়ার মোডে রেঞ্জ কিছুটা কম পাওয়া যায়।

TVS iQube: হার্ডওয়্যার

টিভিএস আইকিউবের ওজন ১১৮ কেজি ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিমি। বৈদ্যুতিন স্কুটারটির সামন আছে টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনে হাইড্রোলিক টুইন টিউব শক অ্যাবজর্ভার। এর সামনে রয়েছে ২২০ মিমি ডিস্ক ব্রেক ও পিছনে ১৩০ মিমি ড্রিম ব্রেক।

Tags:    

Similar News