নতুন TVS Jupiter 125 স্কুটার লঞ্চ হতে পারে এই সপ্তাহে, টেস্ট রাইডের জন্য আমন্ত্রণ জানাল সংস্থা

By :  SHUVRO
Update: 2021-09-27 13:33 GMT

ভারতে ১২৫ সিসি সেগমেন্টে দু’টি নতুন কুল প্রোডাক্ট নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন টিভিএস মোটর কোম্পানির (TVS Motor Company) জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু (Sudarshan Venu)। সে কথা রেখেছিলেন তিনি। TVS Raider-এর রূপে কিছুদিনে আগেই সংস্থার ১২৫ সিসি-র এক দুর্দান্ত কমিউটার বাইক আত্মপ্রকাশ করেছে। এবার অপর প্রোডাক্টের পালা। সেটি কি হতে পারে, এখন তা নিয়েই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত টু-হুইলার বিশেজ্ঞরা। টিভিএস কিছু না বললেও বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে, Jupiter স্কুটারের ১২৫ সিসি ভার্সন অর্থাৎ Jupiter 125 শীঘ্রই লঞ্চ করা হবে। লঞ্চের দিনক্ষণ এখনও অজানা। তবে আগামী ৪ অক্টোবর একটি মিডিয়া রাইড ইভেন্টের আমন্ত্রণ পাঠিয়ে নতুন করে জল্পনার সৃষ্টি করল সংস্থা।

ইনভাইটেশন টিজারে মডেলের নাম উল্লেখ করেনি টিভিএস। নিদেনপক্ষে সেটির ছবি? তাও নয়. এতএব স্পষ্ট যে অফিসিয়াল লঞ্চের আগে রেইডার বাইকের মতোই খুব গোপনীয়তা অবলম্বন করছে সংস্থা। তবে  টিজার ফোটোতে একজোড়া এলইডি ডিআরএল রাখা, যা টিভিএস জুপিটার ১২৫-এর ফ্রন্ট অ্যাপরনের উপর লাগানো থাকবে বলে আশা করা যায়. উল্লেখ্য, এগুলি জুপিটার ১১০-এর এলইডি ডিআরএলের থেকে আরও স্লিক ও শার্প। ৪ অক্টোবর মিডিয়া রাইডের অর্থ, এই সপ্তাহেই জুপিটার ১২৫-এর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে।

কোম্পানির তরফে জুপিটার ১২৫-এর অস্তিত্ব নিশ্চিত করা বাকি। তা সত্বেও জল্পনা ও বিভিন্ন রিপোর্টের উপর ভিত্তি করে আমরা স্কুটারটি পাঁচটি প্রত্যাশিত বিষয় নিয়ে নীচে আলোচনা করবো।

TVS Jupiter 125: ডিজাইন

নতুন টিভিএস জুপিটার ১২৫-এর ডিজাইনে অহেতুক কাটাছেঁড়া করবে না বলেই মনে হচ্ছে। টিভিএস এতে স্পোর্টি স্টাইলের বদলে সিম্পল লুকস দিতে পারে। কারণ, জুপিটার ১১০-এর প্র্যাকটিকাল ডিজাইন যুবসমাজের মধ্যে খুব জনপ্রিয়। সে কথা মাথার রেখে স্পোর্টি ও অ্যাগ্রেসিভ স্টাইলের বদলে সাধারণ ডিজাইনের সঙ্গেই আসতে পারে জুপিটার ১২৫।

তবে একটা কথা মাথায় রাখা প্রয়োজন, ২০১৩ সালে প্রথম বাজারে আসার পর জুপিটার ১১০-এ আজ পর্যন্ত সে রকম মেকওভার দেখা যায়নি। সুতরাং, ডিজাইনের ক্ষেত্রে জুপিটার ১২৫ সম্পূর্ণ ভোল বদলে আত্মপ্রকাশ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

TVS Jupiter 125: ইকুইপমেন্ট

স্কুটারে এলইডি হেডলাইট ও টেললাইট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টিউবলেস টায়ার, ইউএসবি চার্জার, এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপের মতো ফিচার থাকতে পারে।

বড় ইঞ্জিন থাকার কারণে জুপিটার ১১০-এর চেয়ে আপকামিং জুপিটার ১২৫ একটু ভারি হবে। হার্ডওয়্যারের কথা বললে, এগজিস্টিং মডেলের মতো এটি টেলিস্কোপিক ফোর্কস (ফ্রন্ট) ও মনোশক সাসপেনশনের (রিয়ার) সঙ্গে আসবে৷ ডিস্ক ব্রেক অপশনাল হিসেবে থাকবে।

TVS Jupiter 125: বুট স্টোরেজ

রিপোর্ট বলছে, পুরনো জুপিটার ১১০-এর তুলনায় জুপিটার ১২৫ আরও বড় আন্ডার সিট স্টোরেজের সঙ্গে আসবে। যাতে  দু'টি ওপেন ফেস হেলমেট-সহ অন্যান্য সামগ্রী রাখার সুবিধা পাওয়া যায়.

TVS Jupiter 125: ইঞ্জিন

টিভিএস তাদের নতুন জুপিটারের জন্য আলাদা ইঞ্জিন ডেভেলপ করবে না বলেই অনুমান। সে ক্ষেত্রে জুপিটার ১২৫ মডেলে এনটর্কের ১২৪.৮ সিসি-র এয়ার-কুল্ড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হতে পারে। উল্লেখ্য, ভ্যারিয়েন্ট ভেদে এই ইঞ্জিন থেকে ১০.২ পিএস পাওয়ার ও ১০.৮ এনএম টর্ক এবং ৯.৩৮ পিএস পাওয়ার ও ১০.৫ এনএম টর্ক পাওয়া যায়।

নতুন জুপিটারে ওই দু'টোর মধ্যে কম আউটপুটের ইঞ্জিন থাকতে পারে। তবে এনটর্কের রেস টিউনড ফুয়েল ইনজেকশন বা আরটিএফআই (RT FI)-এর বদলে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন প্রযুক্তির সাথে আসতে পারে জুপিটার ১২৫। এর ফলে বেশি মাইলেজ পাওয়া যাবে।

TVS Jupiter 125: দাম

টিভিএস জুপিটার বর্তমানে ৬৫,৬৭৩ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। সেখানে এর ১২৫ সিসি ভার্সনের দাম ৫-৬ হাজার টাকা বেশি ধার্য করা হবে বলে অনুমান।

ভারতের বাজারে Suzuki Access, Honda Activa 125, Hero  Destini 125, Maestro Edge 125, এবং Yahama Fascino 125-এর মতো ১২৫ সিসি-র স্কুটারকে প্রতিপক্ষ হিসেবে পাবে TVS Jupiter 125।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News