Mahindra এই রাজ্যে গাড়ি তৈরির কারখানা খুলতে চলেছে, 10,000 কোটি টাকা লগ্নি

অতি সম্প্রতি ক্র্যাশ টেস্টে ফাইভ স্টার পেয়ে ভারতবর্ষের অন্যতম নিরাপদ গাড়ির তকমা পেয়েছে মাহিন্দ্রার জনপ্রিয় এসইউভি Scorpio N। বরাবরই যাত্রী সাধারণের জন্য সুরক্ষিত গাড়ি তৈরি করার জন্য সুনাম রয়েছে এই ভারতীয় সংস্থার। তবে বর্তমান ট্রেন্ড অনুযায়ী বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পথেও পা বাড়িয়েছে মাহিন্দ্রা। আগামী জানুয়ারিতেই বাজারে আসতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক সাব-কম্প্যাক্ট এসইউভি মডেল। আর সেই উদ্দেশ্যেই ইলেকট্রিক ভেহিকেলের উৎপাদন কেন্দ্র তৈরির করতে চলেছে তারা।

মহারাষ্ট্রের অন্তর্গত পুনেতে তাদের নতুন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটি ব্যাটারি চালিত গাড়ি উৎপাদনের জন্যই ব্যবহৃত হবে। সমগ্র প্রজেক্টটির জন্য ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে আইকনিক থর (Thar) নির্মাতা। সমগ্র বিনিয়োগটি মহারাষ্ট্রের রাজ্য সরকারের ইলেকট্রিক ভেইকেলের উপর ঘোষিত প্রমোশনাল স্কিমের থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছে।

এই প্রসঙ্গে মাহিন্দ্রার অটো ও ফার্ম বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর রাজেশ যেজুরিকার বলেন, “আমরা পুনেতে নতুন ইভি উৎপাদনকেন্দ্র স্থাপনের জন্য মহারাষ্ট্র সরকারের কাছ থেকে ছাড়পত্র পেয়ে এবং আমাদের কোম্পানির ৭০ বছর ধরে চলা ভূমিতেই নতুন ভাবে বিনিয়োগ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। তাই মহারাষ্ট্রের সরকারকে সবসময় আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাই। সরকারের “সহজে ব্যবসা করার (ইজ় অব ডুয়িং বিজ়নেস)” পলিসির সৌজন্যে এবং মাহিন্দ্রার এই বিনিয়োগের ফলে মহারাষ্ট্র সমগ্র ভারতবর্ষের বুকে একটি বৈদ্যুতিক গাড়ির প্রাণকেন্দ্র হয়ে উঠতে পেরেছে। সেই কারণেই বহু ভারতীয় ও বৈদেশিক বিনিয়োগের রাস্তা প্রশস্ত হচ্ছে এখানে”।

প্রসঙ্গত, গত ১৫ই আগস্ট যুক্তরাজ্যে মাহিন্দ্রার হাত ধরে তাদের একটি নতুন বৈদ্যুতিক গাড়ি ব্র্যান্ড “BE” আত্মপ্রকাশ করে। এই BE ব্র্যান্ডের গাড়িগুলি মাহিন্দ্রার ইলেকট্রিক মবিলিটি প্ল্যান ও INGLO EV প্ল্যাটফর্মের উপর নির্ভর করে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। বৈদ্যুতিক গাড়ির শিল্পে এই নতুন নির্মাণকৌশল আগামী দিনে BE ব্র্যান্ডের আওতায় আরো নতুন ব্যাটারি চালিত এসইউভি লঞ্চ করবে। এর পাশাপাশি মাহিন্দ্রার “XUV” ব্র্যান্ডের ছত্রছায়াতেও বাজারে আসবে নানা রকম নতুন ইলেকট্রিক এসইউভি মডেল।