ইশারায় চলা Realme-র 5G ফোন মিলছে ব্যাপক ছাড়ে, কিনলে ফ্রি পাবেন 2,299 টাকার ইয়ারবাডও

ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় টেক ব্র্যান্ড Realme, নিজের কম দামে ভালো স্মার্টফোন লঞ্চ করার অভ্যাস বজায় রেখে গত মাসে Realme Narzo 70 Pro 5G নামক নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে। এই ফোনটি অনন্য গ্লাস ডিজাইন, ফ্ল্যাগশিপ ক্যামেরা ও আরও অন্যান্য দুর্দান্ত ফিচারের পাশাপাশি আঙুলের টাচ ছাড়াই কাজ করার ফিচার তথা এয়ার জেস্টচার (Air Gesture) ফাংশনের সাথে এসেছে। সেক্ষেত্রে এখন লঞ্চের কয়েকটা সপ্তাহ কেটে যাওয়ার ফোনটি বিভিন্ন অফারে দারুণ সস্তায় কেনার সুযোগ মিলছে, এমনকি এটি কিনলে বিনামূল্যে ইয়ারবাডও পাবেন। চলুন তবে, দেখে নিই Realme Narzo 70 Pro 5G-তে উপলব্ধ অফার ও এর ফিচারসমূহ।

সস্তায় মিলছে Realme Narzo 70 Pro 5G, সাথে ফ্রি পাবেন ইয়ারবাডও

রিয়েলমি নার্জো 70 প্রো 5জি স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ – এর মধ্যে 8 জিবি+128 জিবি মডেলের মূল্য 24,999 টাকা, যেখানে 8 জিবি+256 জিবি মডেলের এমআরপি (MRP) টাকা 26,999 টাকা ধার্য করা হয়েছে। তবে অ্যামাজন ইন্ডিয়ার সৌজন্যে এখন এই ফোন ন্যূনতম 19,999 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে, এর টপ-এন্ড মডেল 21,999 টাকায় কেনা যাবে। এক্ষেত্রে ক্রেতারা 20% অবধি ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি যেকোনো ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে অর্ডারের জন্য পেমেন্ট করলে মিলবে অতিরিক্ত 2,000 টাকা ছাড়।

এছাড়াও, এই রিয়েলমি ফোন কেনার সময় পুরোনো মোবাইল বদলে নিলে 20,750 টাকা পর্যন্ত (256 জিবি মডেলের জন্য) বেশি এক্সচেঞ্জ অফারের সুবিধা কাজে লাগানো যাবে (শর্তাবলি প্রযোজ্য)। আবার এটি কিনলে একদম বিনামূল্যে হাতে আসবে 2,299 টাকা মূল্যের Realme Buds T300 অডিও প্রোডাক্টও।

Realme Narzo 70 Pro 5G-এর স্পেসিফিকেশন

রিয়েলমি নার্জো 70 প্রো 5জি স্মার্টফোনটিতে ডুয়াল টোন গ্লাস ডিজাইনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর, যার সাথে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 67 ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি।

ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে, এটি সেগমেন্টের প্রথম ফোন যাতে সনি আইএমএক্স890 ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ সেন্সর দিয়েছে কোম্পানি। তবে এর অন্যতম আকর্ষণ এয়ার জেস্টচার ফিচার, যেটি স্ক্রিন স্পর্শ না করেই ইউজারদের কল রিসিভ, মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ ইত্যাদি নানা কাজ করতে দেয় – কেবলমাত্র হাতের ইশারায়। উল্লেখ্য, এই রিয়েলমি ফোন দুটি রঙে কেনার জন্য উপলব্ধ – গ্লাস গ্রিন এবং গ্লাস গোল্ড।