‘ওইসময়ে খারাপ লাগে যে….’, নাইট‌ রাইডার্সে থাকাকালীন একমাত্র আফশোসের কথা জানালেন কুলদীপ

কুলদীপ যাদব এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত পারফরমেন্স করছেন। এখনও পর্যন্ত চলমান টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন।

আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দীর্ঘদিন ধরে একাধিক তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে আসছে। অনেকে সফলভাবে পারফরম্যান্স করে এই দল থেকে জাতীয় দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। আবার অনেকে নাইট বাহিনীতে সুযোগ পাওয়ার পরও নিজদের প্রতিভা প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এবার ভারতের অন্যতম তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) নিজের পুরোনো আইপিএল দল নিয়ে আবেগপ্রবণ মন্তব্য করলেন।

কুলদীপ যাদব এই বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে দুরন্ত পারফরমেন্স করছেন। এখনও পর্যন্ত চলমান টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন। শেষ ম্যাচে এই দলের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এক ইনিংসে কুলদীপ ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। তবে তিনি এর আগে দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অংশগ্রহণ করলেও সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। এবার এই বিষয়ে কুলদীপ যাদব এক সাক্ষাৎকারে আফসোস প্রকাশ করলেন।

তিনি কলকাতার নাইট রাইডার্সে থাকাকালীন স্মৃতি মনে করে বলেন, “আমার ওই সময়টা মনে পড়লে খারাপ লাগে। এখন যখন আমি নিজেকে দেখি আমার মনে হয় আমি সেই সময়ে যদি এইরকম পারফরম্যান্স করতে পারতাম ভালো হতো। আমি এই উন্নতিগুলো যদি আগে করতে পারতাম তাহলে আরও আধিপত্য বিস্তার করতে পারতাম।” সম্প্রতি আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করার জন্য সাধারণ সমর্থন থেকে বিশেষজ্ঞরা মনে করছেন কুলদীপ যাদব সম্ভবত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতীয় দলে জায়গা করে নেবেন।

অন্যদিকে নিজে দুরন্ত পারফরম্যান্স করলেও দিল্লি ক্যাপিটালস এখনও সেইভাবে এই বছর আইপিএলে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি। এখনও পর্যন্ত তারা চলমান টুর্নামেন্টে ৮ ম্যাচের মধ্যে মোট ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে অবস্থান করছে। আজ দিল্লি ক্যাপিটালস আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে।