20 হাজারের কমে দুর্ধর্ষ 5G ফোন লঞ্চ করল Redmi, রয়েছে 108MP ক্যামেরা ও Dolby স্পিকার

রেডমি (Redmi) আজ গ্লোবাল মার্কেটে তাদের একাধিক নতুন ডিভাইস লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে Redmi Note 13 Pro 5G সিরিজ, Note 13 4G সিরিজ, Redmi Watch 4 এবং Redmi Buds 5 Pro। নতুন রেডমি ডিভাইসের এই বিস্তৃত রেঞ্জে যুক্ত রয়েছে বাজেট-বান্ধব Redmi Note 13 5G ফোনটিও, যা আকর্ষণীয় হার্ডওয়্যার প্যাকেজ অফার করে। এই হ্যান্ডসেটে ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 6080 প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আসুন এই ফোনটির দাম এবং সকল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Note 13 5G-এর স্পেসিফিকেশন

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ ৫জি-এ ৬.৬৭ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটির ৫০,০০,০০০:১-এর কনট্রাস্ট রেশিও এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) সার্টিফিকেশন ইউজারের চোখের সুরক্ষা নিশ্চিত করে। ডিসপ্লেটির রেজোলিউশন ২,৪০০ x ১,০৮০ পিক্সেল এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর দ্বারা চালিত। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। ফোনটি গ্লোবাল মার্কেটে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বা ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই দুই বিকল্পে পাওয়া যাবে। এছাড়া, রেডমি নোট ১৩ ৫জি-এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, রেডমি নোট ১৩ ৫জি-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 5G-এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ইউএসবি-সি চার্জারের মাধ্যমে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

এছাড়া, Redmi Note 13 5G-তে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে এবং এটি ডলবি অ্যাটমস সাপোর্ট অফার করে। নিরাপত্তার জন্য ফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। Redmi Note 13 5G-এর সংযোগের বিকল্পগুলির মধ্যে সামিল রয়েছে সিম ১ + হাইব্রিড (সিম বা মাইক্রোএসডি), ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ গতির ওয়াই-ফাই সাপোর্ট, ব্লুটুথ ৫.৩, ওয়্যারলেস যোগাযোগের জন্য নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং অতিরিক্ত সুবিধার জন্য আইআর (IR) ব্লাস্টার।

Redmi Note 13 5G-এর মূল্য এবং লভ্যতা

Redmi Note 13 5G গ্রাফাইট ব্ল্যাক, ওশান টিল এবং আর্কটিক হোয়াইট- এই তিনটি কালার অপশনে লঞ্চ হয়েছে, যার দাম শুরু হচ্ছে ২২৯ মার্কিন ডলার (প্রায় ১৮,৯৭০ টাকা) টাকা থেকে। সাশ্রয়ী অথচ ফিচার-সমৃদ্ধ ডিভাইস খুঁজছেন এমন ব্যক্তিদের কাছে Note 13 5G অন্যতম বিকল্প হয়ে উঠতে পারে। রেডমি চলতি মাসের শুরুতে Redmi 13 5G সিরিজটি ভারতের বাজারে উন্মোচন করেছে। লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটির প্রারম্ভিক মূল্য ১৭,৯৯৯ টাকা।