108MP ক্যামেরা, 5800mah ব্যাটারি, Honor এর নতুন স্মার্টফোন জলদিই লঞ্চ হচ্ছে ভারতে

গত বছর, ভারতে এইচটেক (HTech) তাদের Honor 90 5G স্মার্টফোনটি লঞ্চ করে দীর্ঘ তিন বছর পর পুনরায় এদেশে অনর ব্র্যান্ডকে ফিরিয়ে এনেছে। গত সপ্তাহে, কোম্পানিটি ভারতীয় মার্কেটে একটি নতুন স্মার্টফোনের আগমনের বিষয়ে জানিয়ে টিজার প্রকাশ করেছিল। যদিও কোম্পানি সেটির নাম প্রকাশ করেনি, তবে ফোনটির ডিজাইন দেখে আন্দাজ করা যায় যে এটি Honor X9b হতে চলেছে, যা গত বছর অক্টোবর মাসে আত্মপ্রকাশ করেছিল। এইচটেক-এর সিইও মাধব শেঠ গতকাল একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে বিভিন্ন উচ্চতা থেকে Honor X9b-কে ফেলে এটিকে পরীক্ষা করতে দেখা যায়। এই ড্রপ টেস্টের মূল লক্ষ্য স্মার্টফোনের ডিসপ্লেটি কতটা মজবুত, তা তুলে ধরা।

Honor X9b-এর ইন্ডিয়া লঞ্চের জন্য আবারও টিজার সামনে এল

যদিও এইচটেক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাধব শেঠ তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা লেটেস্ট টিজারটিতে ফোনের নাম স্পষ্টভাবে প্রকাশ করেননি, তবে পোস্টে লেখা “এক্স” কথাটি দৃঢ়ভাবে নির্দেশ করে যে, এটি একটি এক্স-সিরিজের ফোন হবে। টিজারে অনর এক্স৯বি-এর স্বতন্ত্র কার্ভড-এজ ডিসপ্লেটিকে দেখানো হয়েছে।

কোমর-স্তর ও কাঁধ সমান উচ্চতার পর ৮ ফুট এবং তারও বেশি উচ্চতা থেকে ফোনটিকে নীচে ফেলে কঠিন ড্রপ টেস্ট করা হয়েছে। লক্ষণীয়ভাবে, দৃশ্যমান কোনও ক্ষতি ছাড়াই সম্পূর্ণরূপে অক্ষত ডিসপ্লেটি সবকটি ড্রপ টেস্টে সাফল্যের সাথে পাশ করেছে। অনর এর আগে অন্যান্য দেশের বাজারেও অনুরূপ টিজার শেয়ার করেছিল, যা অনর এক্স৯বি-এর স্ক্রিনের অভাবনীয় স্থায়িত্বকে হাইলাইট করেছে। আসুন ভারতের বাজারে আগত এক৯বি-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Honor X9b স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

অনর এক্স৯বি-এ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। ডিভাইসটিতে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে রান করে। অনর এক্স৯বি-এ ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Honor X9b-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Honor X9b-এ ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, Honor X9b-এ ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে।