Ather Energy ইলেকট্রিক স্কুটারের ঊর্দ্ধমুখী চাহিদা দেখে নতুন শোরুম খুলল

বৈদ্যুতিক টু-হুইলারের প্রতি মানুষের ভরসা দিনকে দিন শক্তপোক্ত হচ্ছে। ফলত এর চাহিদাও বাড়ছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে কোম্পানিগুলিও উঠেপড়ে লেগেছে। তেমনই ভারতের প্রথম সারির ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী এথার এনার্জি (Ather Energy) চেন্নাইয়ে তাদের তৃতীয় অভিজ্ঞতা কেন্দ্রের উদ্বোধন করল। পুরনো মহাবালিপুরম রোডের পাশে গড়েছে সংস্থার এথার স্পেস (Ather Space) এক্সপেরিয়েন্স সেন্টার। Ather 450X ও 450 Plus ইলেকট্রিক স্কুটারের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে দেখে নতুন শোরুম খোলার পদক্ষেপ নিয়েছে সংস্থা।

সম্প্রতি লঞ্চ হওয়া তৃতীয় প্রজন্মের Ather 450X ও 450 Plus এর প্রসঙ্গে সংস্থা জানিয়েছে, স্কুটার দুটির খুব শীঘ্রই টেস্ট রাইড চালু করা হবে। এগুলি এথার স্পেস থেকে কেনা যাবে। এই নতুন অভিজ্ঞতা কেন্দ্রটি পিল্লাই অটো (Pillai Auto)-র সাথে যৌথভাবে খুলেছে এথার। এখান থেকে গ্রাহকরা যাতে স্কুটারের সম্পর্কে সম্যক ধারণা পান, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিতে রিটেল নেটওয়ার্ক সম্প্রসারণে মননিবেশ করেছে এথার এনার্জি।

সংস্থাটি ২০২৩-এর মধ্যে দেশের ১০০টি শহরে ১৫০টি এক্সপেরিয়েন্স সেন্টার খোলার লক্ষে এগিয়ে চলেছে। এই প্রসঙ্গে এথার এনার্জির প্রধান ব্যবসা আধিকারিক রবনীত ফোকেলা বলেন, “তামিলনাড়ু বৈদ্যুতিক গাড়ির তালুক হিসেবে আত্মপ্রকাশ করেছে। যেটি এথারের একটি গুরুত্বপূর্ণ বাজার। Gen 3 বা তৃতীয় প্রজন্মের উন্নত স্কুটার লঞ্চের কারণ আরও বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করা। আমরা আত্মবিশ্বাসী যে নতুন Ather 450X বৈদ্যুতিক মানবাহন প্রেমীদের আরও বেশি পরিমাণে আকৃষ্ট করবে। সেই চাহিদা পূরণে সহায়তা করবে আমাদের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।”

প্রসঙ্গত, ২০১৯-এ এথার চেন্নাইয়ে তাদের প্রথম অভিজ্ঞতা কেন্দ্র চালু করেছিল। এরপর ২০২১-এ সংস্থাটি হোসুরে তাদের কারখানা উদ্বোধন করে, যাতে সমগ্র দেশের গ্রাহকদের ই-স্কুটারের চাহিদা মেটানো যায়। এথার আবার হোসুরে তাদের দ্বিতীয় কারখানা গড়ে তুলবে। সেখানে বছরে ৪,০০,০০০ বৈদ্যুতিক স্কুটার নির্মাণের পরিকল্পনা করছে তারা। বর্তমানে চেন্নাইয়ে তাদের ৩৩টি এথার গ্রিড বা চার্জিং স্টেশন রয়েছে। আগামীতে আরও বেশি সংখ্যক চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।