নীলের পর এবার কালো, ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে Yamaha R15S V3 এল নয়া রহস্যময় রঙে
Yamaha R15 প্রেমীদের জন্য সুখবর। তৃতীয় প্রজন্মের R15S V3 সুপার স্পোর্টস বাইক ম্যাট ব্ল্যাক কালার অপশনে লঞ্চের কথা ঘোষণা করল ইয়ামাহা। এবার থেকে ১৫৫ সিসির একঢালা সিটের বাইকটি রেসিং ব্লু’র সাথে ‘আগ্রাসী’ কালো রঙেও বেছে নেওয়া যাবে। ভারতে বাজারে নতুন বর্ণে Yamaha YZF-R15S V3-র দাম রাখা হয়েছে ১,৬০,৯০০ টাকা (এক্স-শোরুম)।
উল্লেখ্য, গত বছর YZF-R15S Version 3.0 বাইকটি রেসিং ব্লু কালারে এসেছিল। এটি লঞ্চের পর সংস্থা গ্রাহকদের মনের পছন্দ জানার জন্য বাজারে সমীক্ষা চালায়। যা থেকে কালো রঙের প্রতি গ্রাহকদের ‘ক্রাশ’-এর কথাটি জানতে পারে ইয়ামাহা। ফলে গ্রাহকদের পছন্দকে গুরুত্ব দিয়েই এবারে ম্যাট ব্ল্যাক রঙে আনা হয়েছে বাইকটি। এর ফলে তরুণ প্রজন্মের আরও বেশি সংখ্যক গ্রাহক YZF-R15S V3-র প্রতি আকৃষ্ট হবেন বলে আশাবাদী সংস্থা।
এই প্রসঙ্গে ইয়ামাহা জানিয়েছে, তাদের কাছে গ্রাহকের পছন্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তাঁদের চাহিদা পূরণ করতে যতটা সম্ভব চেষ্টা করেছে সংস্থা। তবে রঙে পরিবর্তন ছাড়া আর কোনো আপডেট দেওয়া হয়নি এতে। আগের মতই একটি ১৫৫ সিসি লিকুইড কুল্ড, ফোর ভাল্ভ, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিনে ছুটবে YZF-R15S V3। যা থেকে ১৮.১ বিএইচপি শক্তি এবং ১৪.১ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে উপস্থিত ভেরিয়েবল ভাল্ভ অ্যাকচুয়েশন প্রযুক্তি এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
ফিচারের তালিকায় পূর্বের মতোই গিয়ার শিফট ইন্ডিকেটর সহ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়েল চ্যানেল এবিএস, সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, ডেলটাবক্স ফ্রেম, অ্যালুমিনিয়াম সুইংআর্ম রয়েছে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, গ্রাহকদের মধ্যে উত্তেজনা বজায় রাখতে Yamaha YZF-R15S V3 ভবিষ্যতে আরও একাধিক আপডেট সহ আত্মপ্রকাশ করবে।