বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোনের নাম প্রকাশ্যে এল, Samsung বা Xiaomi নয় কিন্তু, তাহলে কে?

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (AnTuTu) প্রতি মাসেই পারফরম্যান্সের নিরিখে সবথেকে শক্তিশালী দশটি ফোনের নাম ও র‍্যাঙ্কিং সম্বলিত তালিকা প্রকাশ করে। অক্টোবর মাসের কয়েকটা দিন কেটেছে, আর এর মধ্যেই সেপ্টেম্বর মাসে আনটুটু টপ-পারফর্মিং ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনের তালিকাটি নিয়ে হাজির হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আগস্ট মাসে প্রথম স্থানাধিকারী OnePlus Ace 2 Pro স্মার্টফোনটি সেপ্টেম্বরেও সেরা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে। তালিকায় আর কোন কোন মডেল জায়গা করে নিয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

সেপ্টেম্বর মাসের টপ-পারফর্মিং অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ

কোয়ালকমের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের প্রসেসর দ্বারা চালিত ওয়ানপ্লাস এস ২ প্রো ১.৬৬ মিলিয়ন পয়েন্টের স্কোর সহ আনটুটু-এর বিচারে সেপ্টেম্বর মাসে সেরা পারফরম্যান্স প্রদানকারী অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লিস্টে শীর্ষে বিরাজ করছে। উল্লেখযোগ্যভাবে, ডিভাইসটির টপ-এন্ড মডেলটি বিশাল ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করে।

স্বভাবতই, ওয়ানপ্লাস চায়না-এর প্রেসিডেন্ট লি জি গর্বের সাথে জানিয়েছেন যে ওয়ানপ্লাস এস ২ প্রো-এর দাম/কর্মক্ষমতা অনুপাতের ক্ষেত্রে এই স্তরে এখনও পর্যন্ত কোনও প্রতিদ্বন্দ্বী নেই। তিনি দাবি করেছেন যে, ফোনটি এই মুহূর্তে তার প্রাইস রেঞ্জে সবচেয়ে শক্তিশালী ডিভাইস। জানিয়ে রাখি, চীনা মার্কেটে ওয়ানপ্লাস এস ২ প্রো-এর দাম ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৬৭০ টাকা) থেকে শুরু হয়, যেখানে আনটুটু দ্বারা পরীক্ষিত টপ-এন্ড ২৪ জিবি + ১ টিবি মডেলের দাম মাত্র ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২২৫ টাকা)।

বছরের পর বছর ধরে ফ্ল্যাগশিপ সেগমেন্টের র‍্যাঙ্কিংয়ে সাধারণত কোয়ালকমের লেটেস্ট চিপসেট সমন্বিত ফোনগুলি শীর্ষস্থান দখল করে আসছে। এই ক্ষেত্রে, লেটেস্ট Snapdragon 8 Gen 2-ও তার আধিপত্য বজায় রেখেছে। সেপ্টেম্বর মাসের আনটুটু-এর শীর্ষ দশের তালিকার প্রায় সমস্ত ফোনের ভিতরেই SD8G2 প্রসেসর। একমাত্র ব্যতিক্রম হল দশম স্থানাধিকারী iQOO Neo8 Pro যা MediaTek-এর Dimensity 9200+ চিপসেট সহ উপলব্ধ।

প্রসঙ্গত, OnePlus Ace 2 Pro-এর পর ১৬,৪৫,৪৪৩ পয়েন্ট নিয়ে AnTuTu-এর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে iQOO 11S৷ তৃতীয় স্থান দখল করেছে ১৬,২৯,৬৫৪ পয়েন্ট প্রাপ্ত RedMagic 8S Pro। আর চতুর্থ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে iQOO 11 Pro, Vivo X90 Pro+, Realme GT 5, Oppo Find X6 Pro, OnePlus 11, Xiaomi 13 Ultra এবং iQOO Neo8 Pro।