রামনবমীতে Jio, Airtel ইউজাররা এভাবে Free-তে সবাইকে রামনাম শোনাতে পারবেন

Avatar

Published on:

Jio Airtel Vi Offers Free Ram Aarti Caller Tune

Set Free Ram Aarti Caller Tune in Ram Mandir: একদিকে বাসন্তী নবরাত্রি, অন্যদিকে রামনবমীর পুণ্যতিথি – দুই নিয়েই এখন বাংলা তথা গোটা দেশের ধর্মপ্রাণ মানুষ পুলকিত বোধ করছেন। আর এক্ষেত্রে নাগরিকদের আবেগের কথা মাথায় রেখে ভারতের তিনটি বড় টেলিকম সংস্থা Reliance Jio, Bharti Airtel ও Vodafone Idea (Vi)-ও বড় উপহার দিচ্ছে। এই সংস্থাগুলি বর্তমানে তাদের ব্যবহারকারীদের বিনামূল্যে রাম নাম কলার টিউন হিসেবে সেট করার সুযোগ দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনিও যদি নিজের নম্বরে রাম আরতির কলার টিউন রাখতে চান এবং আপনাকে যারা ফোন করবে তাদের ভগবানের নাম শুনিয়ে খুশি করতে চান, তবে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুন।

Jio ইউজাররা কীভাবে ফ্রি রাম আরতির কলারটিউন সেট করবেন?

  • প্রথমে স্মার্টফোন থেকে ‘মাই জিও’ (My Jio) অ্যাপটি ইনস্টল করুন বা আপডেট করুন।
  • এবার ‘ট্রেন্ডিং নাও’ (Trending Now) বা ‘ডেভেশনাল’ (Devotional) সেকশনে গিয়ে প্রদত্ত জিওটিউনসের অপশন দেখুন।
  • পছন্দের আরতিটি বেছে নিন এবং ‘সেট জিওটিউন’ (Set Tune)-এ ক্লিক করুন। ব্যস কাজ হয়ে যাবে।
  • এছাড়াও অ্যাপ ব্যবহার না করলে কিংবা কাছে ফিচার ফোন থাকলে জিও নম্বর থেকে 56789 ডায়াল করে পছন্দের কলার টিউন সেট করতে পারবেন।

Airtel-এর ক্ষেত্রে কীভাবে বিনামূল্যে রাম আরতির কলার টিউন সেট করবেন?

  • রাম আরতির কলার টিউন সেট করতে প্রথমে এয়ারটেল ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে উইঙ্ক (Wynk) অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • এরপর মোবাইল নম্বর দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে।
  • একটু ঘাঁটাঘাঁটি করলে অ্যাপটিতে ‘হ্যালো টিউনস’ (Hellotunes) অপশন পাবেন।
  • এরপর শ্রী রামের আরতি সার্চ করে ‘সেট কলার টিউন’-এ ক্লিক করলেই আপনার কলাররা তা শুনতে পাবেন।
  • ফিচার ফোন ব্যবহারকারীরা 543211 ডায়াল করেও এই কাজটি করতে পারেন।

Vodafone Idea ব্যবহারকারীরা এভাবে বিনামূল্যে রামনামের কলার টিউন সেট করতে পারেন

  • ভোডাফোন সিমের ইউজাররা বিশেষ রাম আরতির কলার টিউন সেট করতে অফিসিয়াল ভিআই অ্যাপের ‘কলার টিউনস’ ট্যাবে যান।
  • এর পরে প্রদর্শিত লিস্ট নিজের প্রিয় আরতিটি বেছে নিন এবং কলার টিউন সেট করার অপশনটিতে ক্লিক করুন।
  • এক্ষেত্রে একবার কলার টিউন সেট হয়ে গেলেই একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
সঙ্গে থাকুন ➥