Jio -র নতুন বছরের উপহার, এক সাথে ১১টি শহরে লঞ্চ হল True 5G, দেখে নিন লিস্ট

Avatar

Published on:

Reliance Jio True 5G Network 11 Cities

বুধবার Reliance Jio আরও ১১ টি শহরে তাদের 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। লখনউ, ত্রিবান্দ্রম, মহীশূর, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা, জিরাকপুর, খারার এবং ডেরাবাসিতে এখন থেকে Jio -র 5G পরিষেবা পাওয়া যাবে। এই শহরগুলির গ্রাহকরা আজ থেকে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ১ জিবিপিএস পর্যন্ত স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। যদিও মনে রাখবেন যে, Jio ওয়েলকাম অফারের জন্য আমন্ত্রণ জানানো হলে, তবেই গ্রাহকরা এই সুযোগ পাবে।

রিলায়েন্স জিও জানিয়েছে, তারা প্রথম এবং একমাত্র অপারেটর হিসাবে ত্রিবান্দ্রম, মহীশূর, নাসিক, ঔরঙ্গাবাদ, চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা, জিরাকপুর, খারার এবং ডেরাবাসিতে ৫জি পরিষেবা চালু করল।

জিও-র তরফে বলা হয়েছে, ‘এই ১১টি শহরে Jio True 5G পরিষেবা চালু করতে পেরে আমরা গর্বিত। একসঙ্গে এতগুলি শহরে পরিষেবা চালু করা চ্যালেঞ্জ ছিল। তবে আমরা সফল হয়েছি এবং এই শহরগুলির লক্ষ লক্ষ জিও ব্যবহারকারীদের জন্য এটি আমাদের উপহার। তারা এখন Jio True 5G প্রযুক্তির সুবিধা উপভোগ করে ২০২৩ সাল শুরু করবে।’

মুকেশ আম্বানি আরও বলেছেন যে, ‘এই শহরগুলি আমাদের দেশের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং প্রধান শিক্ষা কেন্দ্র। আমরা চন্ডীগড় প্রশাসন, পাঞ্জাব, হরিয়ানা, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা এই অঞ্চলটিকে ডিজিটাইজ করার জন্য আমাদের প্রচেষ্টায় ক্রমাগত সমর্থন করেছে।’

সঙ্গে থাকুন ➥