রেডমির কে সিরিজে প্রথম, টেলিফটো ক্যামেরা থাকবে Redmi K70 Pro-তে, আর কী চমক

রেডমি (Redmi) চলতি বছরের শেষের দিকে পরবর্তী প্রজন্মের K70 সিরিজের অধীনে Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ডিভাইসগুলি যথাক্রমে Dimensity 8300, Snapdragon 8 Gen 2 এবং Snapdragon 8 Gen 3 চিপসেটের সাথে বলে জানা গেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার সোশ্যাল মিডিয়ায় K70 লাইনআপ সম্পর্কে কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন৷

Redmi K70 Pro টেলিফটো ক্যামেরা সহ প্রথম K-সিরিজের ফোন হতে পারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর একটি নতুন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টের ওপর ভিত্তি করে বলা যেতে পারে যে, রেডমি কে৭০ প্রো প্রায় একটি প্রিমিয়াম ডিভাইস হবে, যাতে ধাতব মিড ফ্রেম দেখা যাবে, যা এর পূর্বসূরির চেয়ে আরও মজবুত হবে। এছাড়াও পোস্টটি থেকে জানা গেছে যে, কে৭০ প্রো টেলিফটো ক্যামেরা যুক্ত প্রথম রেডমি কে-সিরিজ ফোন হতে পারে। মনে করা হচ্ছে, এই টেলিফটো স্ন্যাপারটি ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, 23117RK66C, 2311DRK48C এবং 23113RKC6C মডেল নম্বরগুলি যথাক্রমে রেডমি কে ৭০ই, কে৭০ এবং কে৭০ প্রো-এর। ডিজিট্যাল চ্যাট স্টেশন আগে দাবি করেছিল যে, কে৭০ প্রো (23113RKC6C)-তে আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি থাকবে, কিন্তু গিকবেঞ্চ লিস্টিং প্রকাশ করেছে যে, এতে ডাইমেনসিটি ৯২০০প্লাস চিপসেটটি যুক্ত থাকবে।

উল্লেখ্য অন্যান্য রিপোর্ট অনুযায়ী, Redmi K70 Pro-এ একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে যা ২কে রেজোলিউশন এবং সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১২০ এমএএইচ ব্যাটারি যুক্ত থাকতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে এবং এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে। K70 Pro-কে গ্লোবাল মার্কেটে Poco F6 Pro হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।