Amazon Sale: নতুন সেলে বিভিন্ন টিভির ওপর মিলছে দুর্দান্ত ছাড়, দাম শুরু ৫,৪৯৯ টাকা থেকে

Avatar

Published on:

Amazon Sale Saving Days Sale live discount on Branded TV

ভারতীয় ক্রেতাদের আকর্ষিত করতে সম্প্রতি আবারো একটি নতুন সেল লাইভ করেছে Amazon India। কোম্পানির বিক্রয়পর্বের নাম দেওয়া হয়েছে Amazon TV Saving Days Sale, যাতে খুব সস্তায় স্মার্ট টিভি এবং সাধারণ টিভি বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে নতুন টিভি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অবশ্যই Amazon-এ ঢুঁ মারতে পারেন। কারণ Amazon TV Saving Days Sale-এ টিভির ওপর দামের ওপর বাম্পার ডিসকাউন্ট তো পাবেনই, তাছাড়াও সেল চলাকালীন বিশেষ ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে। আবার ক্রেতারা চাইলে Amazon কুপন, ফাস্ট ডেলিভারি, নো কস্ট ইএমআই ইত্যাদি অন্যান্য সুবিধাও পেতে পারেন। মনে রাখবেন, আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত সেলটি লাইভ থাকবে। আসুন, এখন দেখে নিই সেলে কোন কোন টিভি কিনলে ফায়দা হবে।

বড় স্ক্রিনের টিভি কিনুন মিড রেঞ্জ ফোনের দামে

অ্যামাজন টিভি সেভিং ডেস সেলে আপনারা ২০,৯৯৯ টাকায় Amazon Basics TV কিনতে পারবেন, যার স্ক্রিন সাইজ ৪৩ ইঞ্চি। এছাড়াও আপনি ১৭,৯৯৯ টাকার বিনিময়ে Acer ব্র্যান্ডের ৪০ ইঞ্চি স্ক্রিন সাইজের টিভি বাড়ি আনতে পারেন। তবে এখন স্যামসাং (Samsung) এবং অন্যান্য নামী ব্র্যান্ডের টিভিতেও বিশাল ছাড় মিলছে। যেমন, স্যামসাংয়ের ‘Wondertainment’ সিরিজের টিভিগুলির দাম শুরু হচ্ছে ১৩,৩৯০ টাকা থেকে৷ এছাড়াও, এলজি (LG)-র ৩২ ইঞ্চি স্ক্রিনের টিভি ১৩,৩৯০ টাকায় কেনা যাবে।

এই ব্র্যান্ডের টিভি পাবেন ৬,০০০ টাকারও কমে

অ্যামাজনের চলমান সেলে মার্কিন কোম্পানি ওয়েস্টিংহাউজ (Westinghouse)-ও অনেক টিভি সস্তায় বিক্রি করছে।যেমন সংস্থার ২৪ ইঞ্চি টিভি মডেলটি বর্তমানে ৫,৪৯৯ টাকায় কেনার সুযোগ রয়েছে। এটিতে আছে এইচডি (১৩৬৬×৭৬৮ পিক্সেল) রেজোলিউশনবিশিষ্ট ডিসপ্লে যার সাথে ইউজাররা ২০ ওয়াট স্পিকার আউটপুট, দুটি স্পিকার, একটি অডিও ইকুয়ালাইজার ইত্যাদি ফিচার দেখতে পাবেন। তবে ওয়েস্টিংহাউজের ৩২ ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা, যেখানে আগ্রহীরা এই ব্র্যান্ডের আল্ট্রা এইচডি ৪কে (4K) মডেল এবং অন্যান্য ব্র্যান্ডের মডেলগুলিতেও বিশাল ছাড় পেতে পারেন।

সঙ্গে থাকুন ➥