HomeBikeHero MotoCorp: বিক্রি কমল হিরোর, নতুন বছর একাধিক মডেল লঞ্চ করে ঘাটতি...

Hero MotoCorp: বিক্রি কমল হিরোর, নতুন বছর একাধিক মডেল লঞ্চ করে ঘাটতি পূরণের ভাবনা

বিশ্বের বৃহত্তম টু হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) গত মাসে অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরের বিক্রির হিসাবনিকাশ সামনে আনলো। তাতে দেখা গেছে আগের মাসে সংস্থাটি মোট ৩,৯৪,১৭৯ ইউনিট স্কুটার ও মোটরসাইকেল বিক্রি করেছে। ২০২১-এর ওই সময়ে তাদের বেচাকেনার পরিমাণ ৩,৯৪,৭৭৩ থাকায় ডিসেম্বরের বিক্রিতে সামান্য ঘাটতি গিয়েছে।

গত মাসে হিরো শুধু দেশের বাজারে টু-হুইলারের হাত ধরে মোট ৩,৮১,৩৬৫ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। তুলনাস্বরূপ ২০২১-এর ওইসময়ে হিরো এদেশে মোট ৩,৭৪,৪৮৫টি দু’চাকার গাড়ি বেচেছিল। তবে এক বছর আগে তারা ২০,২৮৮ ইউনিট রপ্তানি করলেও গত মাসে তা কমে হয়েছে ১২,৮১৪টি।

২০২২-এর শেষ মাসে হিরো মোট ৩,৫৬,৬৪৯টি বাইক নতুন ক্রেতার বাড়ি গিয়েছে। যেখানে ২০২১-এর ডিসেম্বরে বেচাকেনা হয়েছিল ৩,৭৬,৮৬২ ইউনিট। উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত তারা ৪০.৫৮ লক্ষের বেশি বাইক ও স্কুটার বিক্রি করেছে বলে জানিয়েছে। যা বিগত অর্থবর্ষের একই সময়ের তুলনায় ৮% বেশি।

এদিকে হিরো মোটোকর্প ভারতীয় ক্রেতাদের জন্য ৪০০ সিসির একাধিক মোটরসাইকেল ও স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য নাম Xpulse 400, Xtreme 400S। এছাড়া, Maestro Xoom 110 নামে একটি স্পোর্টি স্কুটার বাজার আনতে পারে তারা। আপকামিং বাইকগুলির মধ্যে HF Deluxe ও Super Splendor-এর Xtec ভ্যারিয়েন্টও আছে বলে জল্পনা শোনা যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular