মেড-ইন-ইন্ডিয়া বাইকের জয়জয়কার, Suzuki ভারতে তৈরি Gixxer 250 নিজের জন্মভূমিতে লঞ্চ করল

Avatar

Published on:

Made in India 2023 Suzuki Gixxer 250 launched Japan

এ যেন অন্যের রাজত্বে দাদাগিরি!! বিভিন্ন দু’চাকা ও চার চাকা গাড়ি নির্মাণকারী সংস্থা ভারতের মাটিকে তাদের “সেকেন্ড হোম” বানিয়েছে অনেকদিন থেকেই। অর্থাৎ এই সব সংস্থার ভারতীয় শাখা এদেশের গণ্ডিতে বসেই তৈরি করে চলেছে বিভিন্ন মডেল। আর সেগুলি ভারত থেকে পাড়ি দিচ্ছে বিভিন্ন দেশে। তবে এবারের ঘটনা আরও একটু ব্যতিক্রমী। জাপানের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা সুজুকি বহুকাল ধরেই এদেশে ব্যবসা করে চলেছে। এখানেই তারা বানাচ্ছে নানা ধরনের বাইক-স্কুটার। এবার তেমনই ভারতে তৈরি নেকেড স্পোর্টস বাইক Gixxer 250 এর নতুন ভার্সন (2023) Suzuki লঞ্চ করলো তাদের জন্মভূমি, জাপানে।

2023 Suzuki Gixxer 250 দাম, ডিজাইন, ফিচার

জাপানে বাইকটির দাম রাখা হয়েছে ৪.৮১ লক্ষ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯৭ লাখ টাকা। যদিও নতুন সংস্করণে সমস্ত ডিজাইন আগের মতই অপরিবর্তিত রয়েছে। বদল এসেছে শুধু নতুন রঙের কাজে। দুটি আলাদা পেইন্ট স্কিমে জাপানে উপলব্ধ হবে বাইকটি – ম্যাট স্টিলা ব্লু মেটালিক এবং ম্যাট ব্ল্যাক মেটালিক।

সুজুকি জিক্সার ২৫০ মডেলটিতে আগের মতই সিঙ্গেলপড হেডলাইট, বৃহদাকার ফুয়েল ট্যাঙ্ক এবং ট্যাংকের পাশের বর্ধিত অংশ, স্প্লিট সিট সেটআপ, টুইন পড এগজস্ট পাইপ, স্প্লিট গ্র্যব রেল এবং দশটি স্পোক যুক্ত অ্যালুমিনিয়াম অ্যালয় হুইল দেখতে পাওয়া যায়।

2023 Suzuki Gixxer 250 ফিচার, হার্ডওয়্যার

সুজুকি জিক্সার ২৫০এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, সুজুকি ইজি স্টার্ট সিস্টেম, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়েল চ্যানেল এবিএস। এই দুটি রঙে মিলবে এটি। বাইকটি ডায়মন্ড ফ্রেমের উপর তৈরি করা হয়েছে। সাসপেনশনের এর জন্য সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে সেভেন স্টেপ অ্যা অ্যা অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজর্ভার। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই ডিস্ক ব্রেক উপলব্ধ রয়েছে। ১২ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যুক্ত এই বাইকের ওজন ১৫৪ কেজি।

2023 Suzuki Gixxer 250 ইঞ্জিন

ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে নজর দিলে দেখা যাবে এটি ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত যা। ৯০০০ আরপিএম গতিতে ২৫.৪ বিএইচপি এবং ৭৩০০ আরপিএম গতিতে ২২ এনএম টর্ক উৎপন্ন করে। সাথে রয়েছে ছয় গতির গিয়ার বক্স।

সঙ্গে থাকুন ➥