Electric Bike: দেখতে রয়্যাল এনফিল্ড, মাত্র 172 টাকা খরচে সারা মাস চলবে এই বাইক

ক্রুজার মোটরসাইকেলের প্রতি তরুণ প্রজন্মের অন্তহীন অনুরাগ দেখা যায়। স্টাইলিশ এবং আরামদায়ক রাইডিং পোস্চারের জন্য ক্রেতাদের কাছে এই জাতীয় মডেলের রমরমা চাহিদা। কিন্তু মাইলেজ কম হওয়ার কারণে বর্তমানে পেট্রোলের ছ্যাকা ধরানো মূল্যের কথা ভেবে অনেকেই এই জাতীয় বাইক কেনার থেকে পিছপা থাকছেন। যেই মোক্ষম সুযোগ কাজে লাগাচ্ছে দেশের কয়েকটি বৈদ্যুতিক টু-হুইলার নির্মাতা। ইদানিং এই সংস্থাগুলি ইলেকট্রিক, স্পোর্টস, নেকেড, রোডস্টার এমনকি ক্রুজার বাইকও হাজির করছে। এগুলিতে পরিবেশ দূষণের মাথাব্যথা না থাকার পাশাপাশি চলাচলের খরচ পকেটে টান ধরাচ্ছে না। এই প্রতিবেদনে আমরা ভারতের বাজারে উপলব্ধ এমনই অতি জনপ্রিয় একটি ক্রুজার বাইক Cyborg Armour-এর সম্পর্কে আলোচনা করব।

Cyborg Armour : ব্যাটারি ও রেঞ্জ

ইলেকট্রিক ক্রুজার বাইক হিসেবে Cyborg Armour নামকরা আইসিই টু-হুইলার মডেলকেও হেলায় হারাতে সক্ষম। এতে রয়েছে ৩.২৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। একবার ফুল চার্জ করে নিলে যেটি ১৫০ কিলোমিটার পর্যন্ত ব্যবহারকারীর চার্জ করানোর দুশ্চিন্তা দূর করতে সক্ষম।

Cyborg Armour-এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয়। সাসপেনশনের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে ডুয়েল টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। আবার ব্রেকিংয়ের জন্য উভয় চাকায় ডিস্ক ব্রেক উপস্থিত। এর ইলেকট্রিক মোটর থেকে ৮.৫ কিলোওয়াট শক্তি উৎপাদিত হয়।

Cyborg Armour-এ চলাচলের খরচ

সবচেয়ে আকর্ষণের বিষয় হল Cyborg Armour মাত্র ১৭২ টাকায় প্রতি মাসে ১,০০০ কিলোমিটার পথ দৌড়বে। অর্থাৎ প্রতি কিলোমিটারে খরচ ৬ টাকারও কম। এই দুর্মূল্যের বাজারে যা যেকোনো ব্যক্তির জন্য অতি সন্তোষজনক বিষয়। এছাড়া ৩,৫০০ টাকা মাসিক কিস্তি ও ৮.৫ শতাংশ সুদের হারে কেনার বিকল্প রয়েছে। বাইকটির এক্স-শোরুম প্রাইস ১.৮৫ লক্ষ টাকা।