Realme 8i: Meditek Helio G96 প্রসেসরের প্রথম স্মার্টফোনের সমস্ত তথ্য ফাঁস, লঞ্চ কবে?

Realme GT সিরিজের পর, ভারতের বাজারে আরও একজোড়া নতুন স্মার্টফোন আনতে চলেছে রিয়েলমি। কোম্পানির পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল যেহ Realme 8s-এর সঙ্গে Realme 8i ভারতে লঞ্চ করবে তারা। অফিসিয়াল লঞ্চের পূর্বে, এখন ফোন দু’টির মধ্যে Realme 8i-এর স্পেসিফিকেশন ও ডিজাইন ফাঁস হয়ে গেল।

ডিজিট, জনপ্রিয় টিপস্টার অনলিকস-এর সাথে হাত মিলিয়ে আপকামিং Realme 8i-এর স্পেকস এবং রেন্ডার প্রকাশ করেছে। রেন্ডারে দেখা যায়, Realme 8 লাইনআপের অন্যান্য হ্যান্ডসেটের মতো Realme 8i মডেলে একইরকম ডিজাইন রয়েছে।

Realme 8i স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি ৮আই ফোনে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সেলফি ক্যামেরার জন্য, ডিসপ্লের বামদিকে থাকবে পাঞ্চ হোল কাটআউট। বিশ্বের প্রথম মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেটের ফোন হল রিয়েলমি ৮আই। অনলিকসের মতে, কেবলমাত্র ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসবে এই ফোন।

৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর থাকবে Realme 8i স্মার্টফোনে। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে সেলফি ও ভিডিও কলের জন্য।

এ ছাড়া, রিয়েলমি ৮আই-এর অন্যান্য ফিচারের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি উল্লেখযোগ্য।

উল্লেখ্য, Realme 8i-এর ব্যাপারে প্রায় সমস্ত তথ্য সামনে এলেও, লঞ্চের দিনক্ষণের ব্যাপারে কিছু জানা যায়নি। এই ফোনটি মিড রেঞ্জে আসবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন