১৫ হাজার টাকার কমে ফাইভজি ফোন, লঞ্চ হল Oppo A53 5G

বাজেট সেগমেন্টে ৫জি ফোন এনে বড়োসড়ো চমক দেখালো Oppo। আগস্টে ভারতে লঞ্চ হওয়া Oppo A53 4G-এর 5G ভার্সন হিসেবে সংস্থাটি তার ঘরোয়া মার্কেটে A53 5G ফোন লঞ্চ করেছে। তবে স্পেসিফিকেশনের দিক থেকে A53 5G এবং A53 4G ফোন দুটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। অপ্পো এ৫৩ ৫জি ফোনে পাবেন ডাইমেনসিটি ৭২০ প্রসেসর, ৪,০৪০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল এআই (Al) ক্যামেরা।

Oppo A53 5G এর দাম ও লভ্যতা

অপ্পো এ৫৩ ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,২৯৯ ইউয়ান, যা প্রায় ১৪,৬০০ টাকার সমান। ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম স্পষ্ট নয়। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে – স্ট্রিমার পার্পল, লেক গ্রিন এবং সিক্রেট নাইট ব্ল্যাক। চীনের বাইরে অপ্পো এ৫৩ ৫জি উপলব্ধ হবার বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনো বার্তা মেলেনি।

Oppo A53 5G এর স্পেসিফিকেশন 

অপ্পো এ৫৩ ৫জি ফোনে ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশনের ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে আছে। স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল। ফোনটিতে ৭ এনএম প্রসেসিং নোডের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। চিপের ভিতরেই ৫জি মোডেম আছে। সাথে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্প উপস্থিত আছে। এই ফোনে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে না।

ফটোগ্রাফির জন্য Oppo A53 5G ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশের সাথে ট্রিপল এআই (Al) ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের (এফ/২.২)। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল (এফ/২.৪) ডেপ্থ সেন্সর। ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের (এফ/২.০) ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ারের জন্য আছে ৪,০৪০ এমএএইচের ব্যাটারি। ফার্স্ট চার্জিং সাপোর্ট এখানে রাখা হয় নি। এখানে শুধু ৫V/২A চার্জিং সাপোর্ট আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড কালারওএস ৭.২ কাস্টম ইন্টারফেসে চলবে।