Moto E7 ৪৮ এমপি ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ হল, দাম ১০ হাজার টাকার কাছাকছি

Motorola আজ ইউরোপের মার্কেটে লঞ্চ করলো নতুন বাজেট ফোন Moto E7। এই ফোনটির ডিজাইন এর প্লাস ভ্যারিয়েন্টের মত। প্রসঙ্গত গত সেপ্টেম্বরে ভারতে Moto E7 Plus লঞ্চ হয়েছিল। প্ল্যাস্টিক বডির সাথে আসা মোটো ই৭ এর বিষয়ে বললে, এই ফোনে পাবেন ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ও ৪৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। এছাড়াও এতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আছে। আশা করা যায় Moto E7 শীঘ্রই ভারত সহ অন্যান্য মার্কেটেও লঞ্চ হবে।

Moto E7 এর দাম

মোটো ই৭ ফোনের দাম ১১৯.৯৯ ইউরো, যা প্রায় ১০,৫৫০ টাকার সমান। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এই ফোনটি অ্যাকোয়া ব্লু, মিনারেল গ্রে এবং সাটিন কোরাল কালারে লঞ্চ হয়েছে।

শীঘ্রই Moto E7 ফোনটি ল্যাটিন আমেরিকা, মধ্য প্রাচ্য এবং এশিয়াতে উপলব্ধ হবে বলে কোম্পানি জানিয়েছে।

Moto E7 এর স্পেসিফিকেশন 

মোটো ই৭ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন ১৬০০ x ৭২০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটির নিচের দিকে বেজেল উপস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ,জিপিইউ হিসাবে আছে MG PowerVR GE8320। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto E7 ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনের পিছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার পাশে আছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। পাওয়ারের জন্য Moto E7 ফোনে আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এখানে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে।