সবচেয়ে সস্তায় বিলাসবহুল গাড়ি কিনতে চান? দেখে নিন তালিকা

বিএমডব্লিউ (BMW), মার্সিডিজ-বেঞ্জ (Mercedes-Benz), অডি (Audi) – এই জাতীয় প্রিমিয়াম গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির নাম শুনলেই মানুষের চোখ কপালে ওঠে। যার প্রধান কারণ গাড়িগুলির পাহার প্রমাণ মূল্য। কিন্তু এমন অনেকেই রয়েছেন, যারা একটি লাক্সারি গাড়ি কেনার স্বপ্ন দীর্ঘদিন ধরে অতি যত্নে পালন করে চলেছেন। কিন্তু এই ধরনের বিলাসবহুল মডেলগুলির দাম ৫০ লাখ বা তারও বেশি হওয়ার কারণে সাধ পূরণ আর সম্ভব হয়ে উঠছে না। সেই সকল ক্রেতাদের কথা বিচার করে আজ আমরা ৫০ লাখের কম মূল্যের পাঁচটি সেরা গাড়ির হদিশ নিয়ে হাজির হয়েছি। জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Mini Cooper

সস্তার লাক্সারি গাড়ির তালিকার সর্বপ্রথম স্থানে রয়েছে Mini Cooper। গাড়িটির দাম ৪০ লক্ষ টাকা। হ্যাচব্যাক মডেলটিতে দেওয়া হয়েছে একটি ২.০ লিটার, ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। ১৮৯ বিএইচপি শক্তি এবং ২৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ মাত্র ৬.৭ সেকেন্ডে তুলতে সক্ষম এটি।

BMW 2 Series Gran Coupe

জার্মান সংস্থা বিএমডব্লিউ-র 2 Series Gran Coupe গাড়িটি ডিজাইনের দিক থেকে যে কারোর নজর কাড়বে। ক্যুপ মডেলের এই লাক্সারি গাড়ির সামনে রয়েছে ভিন্ন ধরনের কিডনি গ্রিল, এলইডি হেডলাইট এবং রিয়ার লাইট, ফ্রেমলেস ডোর, শক্তিশালী শোল্ডার এবং স্পোর্টি রিয়ার। এর কেবিনের স্টাইলও দেখবার মতো। গাড়িটির দাম ৪১.৫ লক্ষ টাকা।

Mercedes-Benz A-Class Limousine

লাক্সারি গোত্রের মধ্যে কম দামি গাড়ি হিসেবে পরিচিত Mercedes-Benz A-Class Limousine। এর বর্তমান বাজার মূল্য ৪২ লক্ষ টাকা। ২০২১-এর মার্চে ভারতের বাজারে পা রেখেছিল গাড়িটি। মোট তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – A200, A200d এবং A35 Matic। এর ফিচারের তালিকায় রয়েছে L আকৃতির ডিআরএল সমেত অ্যাডাপ্টিভ এলইডি হেডলাইট, বৃহৎ ইলেকট্রিক সানরুফ, রেইন সেন্সিং ওয়াইপার, টু-জোন ক্লাইমেট কন্ট্রোল, মেসেজ ফাংশন সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Audi A4

বিলাসবহুল আরেকটি সস্তার মডেল হল Audi A4। বর্তমানে গাড়িটি কিনতে ৪৩.৮৫ লক্ষ টাকা খরচ পড়ে। ২০২১-এ এটি এদেশের বাজারে লঞ্চ হয়েছিল। 40TFSI Premium Plus ও 40TFSI Technology – এই দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ এটি। একটি ২.০ লিটার ইঞ্জিনে ছোটে গাড়িটি। যার আউটপুট ১৮৮ বিএইচপি এবং ৩২০ এনএম টর্ক। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৭-স্পিড গিয়ারবক্স।

Volvo XC400

৪৫.৯০ লক্ষ টাকা দামের Volvo XC400 SUV facelift কয়েকমাস আগেই বাজারে এসেছে। B4 Ultimate – এই একটিমাত্র ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় গাড়িটি। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। যার সাথে সংযুক্ত ৪৮ ভোল্ট মিল্ড হাইব্রিড সিস্টেম। এটি থেকে ১৯৭ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হয়। কেবিনের ভেতরে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, মেমোরি ফাংশন সহ পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, ক্রিস্টাল গিয়ার নব, পাওয়ার অপারেটেড টেইলগেট, টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ইত্যাদি।