একদম সস্তায় 5G ফোন, শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হল iQoo Z1x

iQOO কিছুদিন আগেই ৫জি ফোন Z1 লঞ্চ করেছিল। এবার কোম্পানি বাজারে আনলো নতুন 5G ফোন iQoo Z1x । যদিও জেড ১ এর মত এই ফোনে মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়নি। iQoo Z1x ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, পাঞ্চ হোল ডিসপ্লে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। আপাতত এই ফোনকে চীনে লঞ্চ করা হয়েছে। হয়তো শীঘ্রই আইকিউওও জেড ১ এক্স কে ভারতে আনা হবে।

iQoo Z1x দাম:

ভিভো-র সাব ব্র্যান্ডের এই ফোনটি চারটি স্টোরেজ বিকল্পের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যাদের দাম যথাক্রমে প্রায় ১৭,০০০ টাকা, ১৯,০০০ টাকা, ২১,০০০ টাকা ও ২৫,০০০ টাকা। ফোনটি সি অ্যাজুরে, কুল ব্ল্যাক এবং ওয়াটার হোয়াইট কালারে পাওয়া যাবে। জানিয়ে রাখি ভারতে iQOO Z1 5G এর দাম শুরু হয়েছে প্রায় ২৩,৪১০ টাকা থেকে।

iQoo Z1x স্পেসিফিকেশন:

আইকিউওও জেড ১ এক্স ফোনের ফিচারের কথা বললে এতে ৬.৫৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। আগের ভার্সন অর্থাৎ Z1 এও কোম্পানি একই সাইজের ডিসপ্লে ব্যবহার করেছিল। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে প্যানেল এইচডিআর ১০ ও P3 color gamut সাপোর্ট করে। এছাড়াও কোম্পানি জানিয়েছে যে, ব্যবহারকারীরা এখানে অটো মোড ও পাবে। অর্থাৎ তারা চাইলে ৬০ হার্জ ও ৯০ হার্জ ও সিলেক্ট করতে পারবে।  এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যেখানে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এআই বিউটি মোড সাপোর্ট করে।

এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ব্যাটারি ক্যাপাসিটির কথা বললে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি ৩০ মিনিটে ১ থেকে ৫২ শতাংশ চার্জ হয়।

আইকিউওও জেড ১ এক্স ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। এর অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর সাথে এসেছে।