বিনামূল্যে ফোনে খেলা যাবে GTA Vice City Game, এভাবে ডাউনলোড করুন

এই গেমগুলি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকেও অ্যাক্সেস করা যেতে পারে

যারা গেম খেলতে পছন্দ করেন, তারা কখনো GTA Vice City খেলেনি বা এর গেমপ্লে দেখেনি, এমন হতেই পারে না। চমৎকার গ্রাফিক্সযুক্ত গেমটিতে শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর সময় অনেক মিশন সম্পন্ন করতে হয়। তবে এই গেমটি স্মার্টফোনে খেলার জন্য এতদিন অর্থ প্রদান করতে হত। তবে এখন Netflix এনেছে দুর্দান্ত সুখবর। তারা জানিয়েছে যে, শীঘ্রই সাবস্ক্রাইবাররা তাদের স্মার্টফোনে GTA Trilogy গেমটি খেলার অপশন পাবেন, তাও একদম বিনামূল্যে।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইবারদের জন্য গত বছর গেমিং সেকশন লঞ্চ করেছিল। যেখান থেকে এতদিন কেবলমাত্র কিছু নির্বাচিত গেমই ডাউনলোড করা যেত। তবে Netflix সাবস্ক্রাইবাররা এখন বিনামূল্যে GTA Triology এর তিনটি গেমও খেলতে পারবেন। এই গেমগুলি হলো, GTA Vice City, GTA San Andreas ও GTA III।

প্রসঙ্গত, এই গেমগুলি গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকেও অ্যাক্সেস করা যেতে পারে।
এর জন্য ব্যবহারকারীরা এখন থেকে প্রি-রেজিস্টার করতে পারবেন। 

কিভাবে GTA গেমগুলি ডাউনলোড করবেন?

  • নেটফ্লিক্স সাবস্ক্রাইবাররা নিজের অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনে নেটফ্লিক্স মোবাইল অ্যাপ খুলুন।
  • লগইন করার পর, গেমস বিভাগে যান।
  • সেখানে GTA Trilogy-এর জন্য প্রি-রেজিস্টার অপশনে যান।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে গেমগুলি লাইভ হওয়ার সাথে সাথে ডাউনলোড করার অপশন দেওয়া হবে। প্রসঙ্গত, নেটফ্লিক্স জানিয়েছে যে, গেমগুলি চলতি বছরের ডিসেম্বর মাসে লাইভ হবে।
  • এরপর স্মার্টফোন বা আইফোনে বিনামূল্যেই এই গেম উপভোগ করা যাবে।