একঝাঁক স্মার্টফোনে Android 13 ও MIUI 14 আপডেট দেওয়ার ঘোষণা করল Poco

পোকো (Poco)-এর স্মার্টফোনগুলি মূলত সাশ্রয়ী মূল্যে চমৎকার হার্ডওয়্যার অফার করে এবং ব্র্যান্ডটি সফ্টওয়্যার বিভাগেও ভাল পারফর্ম করে। তবে, এর মূল কোম্পানি শাওমি (Xiaomi)-এর মতো, পোকো সফ্টওয়্যার আপডেট রিলিজের ক্ষেত্রে তেমন দক্ষ নয়। সম্প্রতি, ফ্ল্যাগশিপ Poco F4 ভারতে অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক আপডেট পেয়েছে, তবে খানিক বিলম্বের পর। আর এখন, কোম্পানি গ্লোবাল মার্কেটে Poco F4 GT, Poco F3, Poco X3 GT সহ আরও বেশ কয়েকটি ফোনের জন্য লেটেস্ট MIUI 14 আপডেট ঘোষণা করেছে। আসুন তাহলে কোন কোন পোকো হ্যান্ডসেট সাম্প্রতিকতম সফ্টওয়্যার আপডেটটি পাচ্ছে, জেনে নেওয়া যাক।

একাধিক Poco ফোনে আসছে Android 13 ভিত্তিক সফ্টওয়্যার আপডেট

পোকো ধীরে ধীরে তাদের যোগ্য ফোনগুলি এমআইইউআই ১৪ (MIUI 14)-এর সাথে আপডেট করছে এবং সম্প্রতি ব্র্যান্ডটি এমন আরও কয়েকটি ফোনের তালিকা প্রকাশ করেছে, যেগুলি নতুন আপডেট পাবে। কোম্পানি জানিয়েছে যে, এই ত্রৈমাসিকে বিশ্বব্যাপী মোট ১১টি স্মার্টফোন এমআইইউআই ১৪ আপডেট পাবে। নীচে তার লিস্ট রইল।

  • Poco F2 Pro
  • Poco F3
  • Poco F4
  • Poco F4 GT
  • Poco M3
  • Poco M4 5G
  • Poco M5
  • Poco X3 GT
  • Poco X3 NFC
  • Poco X3 Pro
  • Poco X4 GT

জানিয়ে রাখি, উল্লিখিত ডিভাইসগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যেই বিভিন্ন অঞ্চলে অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ আপডেট পেয়েছে। উদাহরণস্বরূপ, Poco F3 মার্চ মাসে আপডেট পেয়েছে এবং F2 Pro তার সামান্য পরেই আপডেটটি গ্রহণ করে। এছাড়াও, বর্তমানে ভারতে Poco F4-ও MIUI 14 ইউজার ইন্টারফেসে রান করে। তবে, কোম্পানি এখন এর গ্লোবাল রোলআউট ঘোষণা করেছে, যার অর্থ হল, এই ডিভাইসগুলি শীঘ্রই বিভিন্ন মার্কেটে ব্যাপকভাবে আপডেট পেতে শুরু করবে।

উল্লেখ্য, এই হ্যান্ডসেটগুলি MIUI 14 আপডেট পাবে ঠিকই, তবে এর মানে এই নয় যে সকল ফোনই আপডেটটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে হবে। কিছু ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক MIUI 14 আপডেট পাওয়ার কথা জানিয়েছেন। Redmi Note 12 Pro সিরিজের ফোনগুলির ক্ষেত্রেও একই রকম ঘটেছে, যেখানে রেডমি অ্যান্ড্রয়েডের একটি পুরানো সংস্করণ প্রকাশ করেছে।