67W ফাস্ট চার্জিং ও 50MP ট্রিপল ক্যামেরা নিয়ে আসছে Poco X5 GT, লঞ্চ হবে শীঘ্রই

পোকো (Poco) ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাদের X5 সিরিজের অধীনে বিশ্ববাজারে Poco X5 5G এবং Poco X5 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি বর্তমানে এই লাইনআপে আরেকটি নতুন ডিভাইস যুক্ত করার পরিকল্পনা করছে, যার নাম Poco X5 GT। এটি গ্লোবাল মার্কেটে একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। এটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) এবং ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ডেটাবেসে উপস্থিত হয়েছে। আর এখন Poco X5 GT সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) কর্তৃপক্ষের কাছ থেকেও সার্টিফিকেশন লাভ করেছে, যা স্বাভাবিকভাবেই এই ফোনটির আগমন যে আসন্ন, তার ইঙ্গিতবহন করছে। আসুন তাহলে সার্টিফিকেশন তালিকাটি থেকে X5 GT সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যায়।

Poco X5 GT- কে দেখা গেল ইন্দোনেশীয় IMDA সার্টিফিকেশন সাইটে

23049PCD8G মডেল নম্বর সহ পোকো এক্স৫ জিটি ফোনটি ইন্দোনেশিয়ার আইএমডিএ (IMDA) সার্টিফিকেশনে প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি নিশ্চিত করেছে যে, ডিভাইসটি ৫জি সাপোর্ট অফার করবে। এছাড়াও, এতে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি-এর সাপোর্ট থাকবে। যদিও এই বিশদগুলি ছাড়া, তালিকাটি আর কোনও তথ্য প্রকাশ করেনি।

তবে, ইতিমধ্যেই জানা গেছে যে পোকো এক্স৫ জিটি আদতে আসন্ন রেডমি নোট ১২ টার্বো-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। রেডমির নোট ১২ সিরিজের এই ‘টার্বো’ মডেলটি শুধু চীনে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তাই কোম্পানি বিশ্ববাজারের জন্য পোকো ব্র্যান্ডিংয়ের সাথে এটিকে লঞ্চ করার পরিকল্পনা করছে।

Poco X5 GT-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে, Poco X5 GT-এ ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ফোনটি কোয়ালকমের অঘোষিত স্ন্যাপড্রাগন ৭ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

আবার, Poco X5 GT ফোনের রিয়ার ক্যামেরা সেটআপটি Redmi Note 12 Pro-এর মতো হবে বলে অনুমান করা হচ্ছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর X5 GT-এর ডিসপ্লের ওপরের পাঞ্চ-হোল কাটআউটের ভেতরে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে বলে জানা গেছে। এছাড়া ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, পোকোর নতুন মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি বিশাল ৫,৫০০ ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।