দেখলে চোখ ফেরানো যাবে না! KTM RC 390 ও RC 200 এর MotoGP Edition ভারতে আসছে

Avatar

Published on:

KTM to launch RC 200 and 390 MotoGP Edition in India

উৎসবের মরসুমের ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গিয়েছে। আর কেটিএমপ্রেমীদের জন্য একের পর এক সুখবর পালা দিয়ে রয়েছে। কিছুদিন আগেই ডিউক (Duke) রেঞ্জের প্রতিটি মডেল নতুন রঙের চাদর গায়ে জড়িয়ে এসেছে। এবারে আরসি (RC) রেঞ্জের দুটি স্পোর্টস বাইক স্পেশ্যাল এডিশনে লঞ্চ হওয়ার খবর সামনে এলো। ডিলার সূত্রে খবর, কেটিএম (KTM) শীঘ্রই RC 200 ও RC 390 এর স্পেশাল MotoGP Edition বাজারে আনতে চলেছে। এই মোটরসাইকেল জোড়া রেসিং চাম্পিয়নশিপে অংশগ্রহণকারী সংস্থার বাইক MotoGP RC16-এর চোখ ধাঁধানো রেড বুল পেইন্ট স্কিম পাবে। শুধু তাই নয়, MotoGP-র স্পর্শ ছাড়াও RC 390 নয়া কালার অপশন পেতে চলেছে বলে খবর।

সম্প্রতি অস্ট্রিয়ান কোম্পানি কেটিএম তাদের Duke রেঞ্জের 125, 200, 250, 390 মডেলগুলি নতুন রঙে হাজির করেছে কেটিএম। সংস্থার 125, 200 ও 250 মডেলগুলি একটি রঙের বিকল্পে আনা হলেও 390 মডেলটি পেয়েছে একজোড়া কালার স্কিম। তবে নতুন কালারের মডেলের দর বাড়ায়নি কেটিএম। এদিকে Red Bull MotoGP Edition-এর মূল্য কিছুটা বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে।

অনুমান করা হচ্ছে MotoGP এডিশনে নতুন RC 200 ও RC 390 দিওয়ালির সময় বাজারে হাজির করা হতে পারে। নতুন মডেল কেনার জন্য অতিরিক্ত কত টাকা খরচ পড়বে, তা এখনও সম্পূর্ণ অজানা। বর্তমানে RC 200 ও RC 390-এর দাম যথাক্রমে ২,১৪,৬৮৮ টাকা ও ৩,১৬,০৭০ টাকা (এক্স-শোরুম)।

প্রসঙ্গত, KTM RC 200 এদেশে একটি ভ্যারিয়েন্ট এবং দুটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায়। এতে উপস্থিত একটি ১৯৯.৫ সিসি বিএস৬ ইঞ্জিন, যা থেকে ২৫.৪ বিএইচপি শক্তি এবং ১৯.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে, KTM RC 390-এ রয়েছে একটি ৩৭৩ সিসি বিএস৬ ইঞ্জিন। এটি থেকে ৪২.৯ বিএইচপি শক্তি এবং ৩৭ এনএম টর্ক পাওয়া যায়। বাইক দুটির ওজন যথাক্রমে ১৬০.৬ কেজি ও ১৭২ কেজি। এবং ফুয়েল ট্যাঙ্কে যথাক্রমে ১৩.৭ ও ১২ লিটার তেল ধরে।

সঙ্গে থাকুন ➥