2022-এর অন্তিম পর্বেও Scorpio, Bolero কিনতে ভিড়, Mahindra-র গাড়ি বিক্রি 61% বাড়ল

Avatar

Updated on:

Mahindra Sales Growth December 2022

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra) গত মাস অর্থাৎ ২০২২-এর ডিসেম্বরে মোট ২৮,৪৪৫টি যাত্রীগাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে এক বছর আগে ওই সময়ে সংস্থার বেচাকেনার পরিমাণ ছিল ১৭,৭২২ ইউনিট। এর ফলে গত মাসে বিক্রিতে ৬১% উত্থান ঘটেছে। অন্যদিকে আগের মাসে তাদের ইউটিলিটি ভেহিকেলের ২৮,৩৩৩টি মডেল বিক্রি হয়েছে। ২০২১-এর শেষ পাশে এর বেচাকেনার পরিমাণ ১৭,৪৬৯ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ৬২% বৃদ্ধি দেখা গিয়েছে।

তবে কার ও ভ্যানের বিক্রির সংখ্যা ২০২১-এর ডিসেম্বরে যেখানে ২৫৩ ছিল, গত মাসে তা কমে হয়েছে ১১২। ফলে ৫৬% ঘাটতি গিয়েছে। মাহিন্দ্রা গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২,৫৯,৮৫৮ ইউনিট গাড়ি বিক্রির কথা জানিয়েছে। আগের বছরের ওই সময়ের বেচাকেনার পরিমাণ ১,৫০,৬৬৫ থাকায় এবারের বিক্রিতে ৭২ শতাংশ জোয়ার দেখেছে সংস্থা।

আবার ইউটিলিটি সেগমেন্টে ২০২১-এর এপ্রিল-ডিসেম্বরে ১,৪৮,৯০৩ ইউনিট থেকে গত বছর একই সময়ে বিক্রি বেড়ে হয়েছে ২,৫৭,৮৪৯। ফলে অগ্রগতির শতকরা হার ৭৩%। এদিকে কার এবং ভ্যান সেগমেন্ট ২০২২-২৩ আর্থিকবর্ষের প্রথম ৯ মাসে মোট ২০০৯ জন নতুন ক্রেতার মুখ দেখেছে। আগের বছরে এর পরিমাণ ছিল ১,৭৬২।

এই প্রসঙ্গে সংস্থার সভাপতি বিজয় নাকরা বলেন, ডিসেম্বর ২০২২ এর ডিসেম্বরে গ্রাহকদের থেকে নিরন্তর চাহিদা আমাদের বিক্রিতে উত্থান ঘটিয়েছে। এর ফলে আমাদের গাড়ির বিক্রি ৬১% বৃদ্ধি পেয়েছে। এবং সার্বিক বেচাকেনার শতকরা হার ৪৫%।”

সঙ্গে থাকুন ➥