Flying Beast: পাইলট হিসেবে কাজ শুরু, ছাঁটাইকারী সংস্থার সিইওর থেকেই বেশি আয় YouTube তারকার

Avatar

Published on:

Famous YouTuber Gaurav Taneja Earning

YouTube-এর মাধ্যমে বিগত কয়েক বছরে অনেকেই দেশ-বিদেশের পরিচিত মুখ হয়ে উঠেছেন, এমনকি Google-এর এই ভিডিও স্ট্রিমিং ও শেয়ারিং প্ল্যাটফর্মের হাত ধরে অনেক ভারতীয় লাখ লাখ টাকা উপার্জনও করছেন। এইরকম YouTube সেলিব্রিটিদের মধ্যে অন্যতম ‘Flying Beast’ চ্যানেলের ক্রিয়েটর গৌরব তানেজা, যিনি আকছার নেটদুনিয়ার বিভিন্ন খবরের শিরোনামে থাকেন। মূলত ফিটনেস, ট্রাভেল, লাইফস্টাইল ইত্যাদি বিষয়ে ভিডিও তৈরি করেই তাঁর জনপ্রিয়তা। এই মুহূর্তে গৌরবের ৮ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারবেস রয়েছে, ফলত তিনি যে YouTube থেকে মোটা টাকা আয় করেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে অতিসম্প্রতি নিজের উপার্জন সম্পর্কেই চমকপ্রদ তথ্য জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাজ শামানীকে দেওয়া একটি সাক্ষাৎকারে Flying Beast বলেছেন যে, তিনি এখন AirAsia কোম্পানির সিইওর চেয়েও বেশি আয় করেন।

AirAsia কোম্পানির বিমান চালক ছিলেন গৌরব

অবগতির জন্য বলে রাখি, এয়ারএশিয়া সংস্থাতেই গৌরব পাইলট হিসাবে কাজ শুরু করেছিলেন। কিন্তু তাঁর সেই চাকরি স্থায়ী হয়নি, কোম্পানি একটি ভিডিও তৈরির মাধ্যমে নিয়মভঙ্গ করেছেন এই অভিযোগে তাঁকে বরখাস্ত করে। এখন গৌরব দাবি করেছেন যে তিনি এয়ারএশিয়ার সিইওর চেয়েই বেশি আয় করছেন।

কে গৌরব তানেজা?

গৌরব তানেজা যিনি ‘ফ্লাইং বিস্ট’ নামের ইউটিউব চ্যানেলের জন্য পরিচিত, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে অধ্যয়ন করেছেন। পাশাপাশি তিনি আইআইটি-কেজেপি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন বলেও দাবি করেন। এরপর তিনি এয়ারলাইনের মাধ্যমে জীবিকা শুরু করলেও এখন স্ত্রী এবং পরিবারের সাথে ভ্লগ এবং ফিটনেস ভিডিও তৈরি করেন।

উল্লেখ্য, গৌরবের ফ্লাইং বিস্ট ইউটিউব চ্যানেলে বর্তমানে ৮৬ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং ইনস্টাগ্রামে তাঁর ৪০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি স্ত্রী রিতু রথির সাথে মিলে মোট তিনটি ইউটিউব চ্যানেল চালান।

সঙ্গে থাকুন ➥