ভোটার লিস্টে নাম দেখার নিয়ম: ভোটার তালিকায় নাম আছে কিনা চেক করবেন কীভাবে

Avatar

Published on:

Lok Sabha Elections 2024 Voter List Check Name

Check name in voter list : আগামী মাসেই লোকসভা নির্বাচন। আর এই বছরের আনুমানিক ভোটার সংখ্যা প্রায় 97 কোটি। তবে আপনি জানেন কি এই তালিকায় আপনার নাম আছে কিনা? যদি না জেনে থাকেন তাহলে এখন আসুন কয়েকটি পদ্ধতি অনুসরণ করে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটি জেনে নিন।

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার 2024 সালের আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত মোট সাতটি ধাপে লোকসভা নির্বাচন (Lok Sobha Election 2024) অনুষ্ঠিত হবে। আর 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 জুন।

ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা জানবেন কি ভাবে?

  • প্রথমে আপনার ফোন বা ল্যাপটপে https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে যান।
  • এবার এই ওয়েব পেজে আপনি “Search by Details”, “Search by EPIC” এবং “Search by Mobile” এই তিনটি অপশন দেখতে পাবেন৷
  • এখানে “Search by details” অপশনটি নির্বাচন করার পরে, নিজের নাম, পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ, বয়স, লিঙ্গ, রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্রের মতো তথ্য গুলি লিখুন। এবার দেখে দেখে ক্যাপচা লিখুন এবং “Search” অপশনে ক্লিক করুন।
  • আর আপনি যদি “Search by EPIC” অপশনটি নির্বাচন করেন তাহলে আপনাকে ভাষা চয়ন করতে হবে এবং আপনার EPIC নম্বর, রাজ্য এবং তারপর ক্যাপচা লিখতে হবে। তারপর “Search” বোতামে ক্লিক করে আপনি আপনার ভোটার আইডি এবং EPIC নম্বর খুঁজে পাবেন।
  • এছাড়াও, যদি আপনি “Search by Mobile” নির্বাচন করেন তাহলে আপনাকে রাজ্য এবং ভাষার মতো তথ্যগুলি প্রদান করতে হবে। তারপর, ভোটার আইডির সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখে “Search” বোতামে ক্লিক করতে হবে।

উপরের তিনটি পদ্ধতি অনুসরণ করে যদি ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পান, তাহলে আপনি আসন্ন লোকসভা নির্বাচন 2024-এ ভোট দেওয়ার যোগ্য। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটার লিস্টে নিজের নাম থাকলেও বুথে নিজের ভোটার আইডি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন।

সঙ্গে থাকুন ➥