Xiaomi Car: গাড়ির গবেষণা ও উন্নয়নে পাঁচশোর বেশি কর্মী নিয়ে যাত্রা শুরু, প্রথম মডেল আসছে ২০২৪-এ

Avatar

Published on:

চলতি সপ্তাহেই শাওমি (Xiaomi) তাদের লেটেস্ট ফিন্যান্সিয়াল রিপোর্ট সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে শাওমির প্রতিটি পণ্যের গবেষণা ও উন্নয়ন বিভাগে মোট ১৩,৯১৯ জন কর্মী বর্তমান। তাদের মধ্যে শাওমির বৈদ্যুতিক গাড়ির প্রকল্পের অধীনে কাজ করছে ৫০০-এর বেশি কর্মী। অর্থাৎ শাওমির ওয়ার্কফোর্স’ বা কর্মীশ্রেণীর ৪৪ শতাংশ গবেষণা ও উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত।

প্রসঙ্গত, গত মার্চে শাওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন (Lei Jun) বিদ্যুৎচালিত স্মার্ট গাড়ির ব্যবসায় প্রবেশ করার কথা ঘোষণা করেছিলেন। সেপ্টেম্বর বৈদ্যুতিক গাড়ির জন্য শাওমি ইভি কোম্পানি লিমিটেড (Xiaomi EV Company Limited) বলে একটি শাখা সংস্থার ঘোষণা করা হয়। আবার কয়েকদিন আগেই  শাওমি অটোমোবাইল টেকনোলজি কোম্পানি লিমিটেড (Xiaomi Automobile Technology Company Limited) বলে আরও একটি গাড়ি সংস্থা প্রতিষ্ঠার কথা জানানো হয় শাওমির তরফে।

উল্লেখ্য, নথিভুক্তির সময় নতুন এই শাখার মূলধন ১ বিলিয়ন ইউয়ান হিসেবে উল্লেখ করা হয়েছে, ভারতীয় মুদ্রায় যা ১,১৬৩ কোটি টাকার বেশি। নতুন শাখা সংস্থাটি শাওমির বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, কলকব্জা তৈরি এবং প্রযুক্তির উন্নয়নের কাজ করবে বলে মনে করা হচ্ছে।

শাওমি, স্মার্টফোনের মতো বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় যাতে সাফল্য পায়, সেটা নিশ্চিত করতেই সুচিন্তিত পদক্ষেপ ধরেই এগোচ্ছে। বৈদ্যুতিক শক্তি এবং স্বয়ংক্রিয় সঞ্চালন ব্যবস্থা (সেল্ফ-ড্রাইভিং প্রযুক্তি) – এই দুই বিষয় শাওমির নজরে। সে জন্য ড্রাইভার অ্যাসিট্যান্স সফটওয়্যার প্রস্তুতকারী স্টার্টআপ কোম্পানি, ডিপমোশনকে (Deepmotion) ইতিমধ্যেই কিনে নিয়েছে শাওমি। সংস্থার প্রথম গাড়ি ২০২৪-এর প্রথমার্ধে বাজারে আসতে পারে বলে জানানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥