নতুন ইনিংস শুরু, LG বৈদ্যুতিক গাড়ির সাপ্লাই চেনকে লক্ষ্য করেই আবার ময়দানে নামছে

ধুঁকতে থাকা স্মার্টফোনের ব্যবসা চালিয়ে যাওয়া আর সম্ভব ছিল না। জল্পনা অনেকদিন ধরে থাকলেও LG যে অবশেষে স্মার্টফোনের ব্যবসা চিরতরে বিদায় জানাতে চলেছে, এপ্রিলে সেই খবরে সরকারি শিলমোহর দেওয়া হয়। জুলাইয়ের মধ্যেই স্মার্টফোনের ব্যবসায় সম্পূর্ণভাবে তালা ঝোলানোর কাজ সম্পূর্ণ করা হবে। তারপর? দক্ষিণ কোরিয়ান সংস্থাটি স্মার্টফোন মার্কেট থেকে প্রস্থানের ঘোষণায় সময় বলেছিল, তারা ইলেকট্রিক গাড়ির কম্পোনেন্ট, কানেক্টেড ডিভাইস, স্মার্ট হোম, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস-টু-বিজনেস সলিউশন প্রভৃতি ক্ষেত্রে মনোনিবেশ করবে। সেইমতো LG এবার উঠতি বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicle) পণ্যের জোগান-শৃঙ্খলকে (সাপ্লাই চেন) নিশানা করছে। স্মার্টফোন বিজনেস থেকে সরে এসে এলজি ইলেকট্রিক গাড়ির ব্যবসাতে মনোনিবেশ করবে বলেই জানা যাচ্ছে।

অপরদিকে বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমোবাইল যন্ত্রাংশ প্রস্তুকারক সংস্থা Magna International-এর সাথে যৌথ উদ্যোগে LG একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করছে, যার নাম হবে LG Magna e-Powertain। জুলাইয়ের মধ্যেই নতুন কোম্পানি কাজ শুরু করবে। এই জয়েন্ট ভেঞ্চারের ভ্যালুয়েশন প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে এলজির হাতে থাকবে ৫১ শতাংশ শেয়ার এবং বাকি ৪৯ শতাংশ ম্যাগনা ইন্টারন্যাশনালের হাতে থাকবে। 

LG Magna e-Powertain ইলেকট্রিক মোটর, ইনভার্টার এবং অনবোর্ড চার্জার তৈরি করবে। চীন এবং আমেরিকাতেও এলজি ম্যাগনা ই-পাওয়ারট্রেন ঘাঁটি গাড়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ এই দুই দেশে বৈদ্যুতিক যানবাহনের একটা বড় বাজার রয়েছে।

কানাডার ম্যাগনা ইন্টারন্যাশনাল কর্তৃক উৎপাদিত অটোমোটিভ সিস্টেম, মডিউল, এবং কম্পোনেন্ট জেনারেল মোটরস, বিএমডব্লিউ, ফোর্ড মোটরস, টয়োটা, টেসলা, টাটা, ভক্সওয়াগন, মার্সেডিজ, টাটা-র মতো সংস্থা কিনে থাকে। ফলে এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিশ্বের তাবড় তাবড় অটোমোবাইল সংস্থাকে পণ্য জোগানের কাজে এলজি অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন