ক্যামেরা মাথা ঘুরিয়ে দেবে, 64MP পেরিস্কোপ লেন্সের সঙ্গে লঞ্চ হবে Realme GT 5 Pro

Realme GT 5 গত মাসে চীনে লঞ্চ হয়েছে। যা প্রথমে GT Neo 6 নামে আসবে বলে শোনা। ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার ইঙ্গিত দিয়েছিল রিয়েলমি। কিন্তু এখন অবাক করে সংস্থার গ্লোবাল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে Realme GT 5 Pro নামে এক নতুন স্মার্টফোনের লঞ্চ টিজ করা শুরু করেছে। টিজার ইঙ্গিত দেয় যে, ডিভাইসটি খুব শীঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হবে। পাশাপাশি Realme GT 5 Pro-এর প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন এক টিপস্টারের সূত্রে ফাঁস হয়ে গিয়েছে।

Realme GT 5 Pro শীঘ্রই আসছে বিশ্ববাজারে

রিয়েলমি গ্লোবাল-এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা টিজারটি নিশ্চিত করেছে যে, রিয়েলমি জিটি ৫ প্রো-এ একটি পেরিস্কোপ লেন্স ব্যবহৃত হবে। টিজারে ক্যাপশনে লেখা রয়েছে “শুধুমাত্র ম্যাক্সই জুম করতে পারে না” (অনুবাদিত)। এর মাধ্যমে মূলত লেটেস্ট আইফোন ১৫ প্রো ম্যাক্সের জুম নিয়ে ঠাট্টা করেছে রিয়েলমি। প্রসঙ্গত, আইফোন ১৫ প্রো ম্যাক্স হল অ্যাপলের প্রথম স্মার্টফোন, যা পেরিস্কোপ লেন্স অফার করে।

রিয়েলমির শেয়ার করা টিজারে শক্তিশালী প্রসেসরের বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার হবে। কোয়ালকম টেক সামিট (Qualcomm Tech Summit) ইভেন্টে আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের লঞ্চের কিছুদিন পরেই কোম্পানি রিয়েলমি জিটি ৫ প্রো ফোনটিকে বাজারে আনতে পারে।

অন্যদিকে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, GT 5 Pro স্মার্টফোনের পাশাপাশি পেরিস্কোপ লেন্সের সাথে রিয়েলমি আরেকটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও, এই মিড-রেঞ্জ ডিভাইস সম্পর্কিত অন্য কোনও তথ্য তিনি প্রকাশ করেননি। Realme GT 5 Pro আসন্ন OnePlus 12 5G-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোনটির রেন্ডার এবং স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে।

সুতরাং, Realme GT 5 Pro-এ ২কে রেজোলিউশন সহ কার্ভড ওলেড প্যানেল থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং পিডাব্লিউএম ডিসি ডিমিং অফার করবে। ডিভাইসটির চীনা ভ্যারিয়েন্ট সর্বাধিক ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, রিয়েলমি তাদের এই ফোনটিকে সবচেয়ে বড় ভেপার চেম্বার সারফেস এরিয়ার সাথে লঞ্চ করবে।

Realme GT 5 Pro স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে একটি প্রাইমারি Sony IMX 9xx সিরিজ সেন্সর, ৩x অপটিক্যাল জুম সহ ৬৪ মেগাপিক্সেলের OV64B পেরিস্কোপ সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত থাকবে। এই রিয়েলমি হ্যান্ডসেটে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সহ ৫,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, উন্নত হ্যাপটিক্সের জন্য এক্স-অ্যাক্সিস মোটর সহ স্মার্টফোনটি লঞ্চ করবে রিয়েলমি। ডিভাইসটিতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস থাকতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে চলবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি Realme GT 5 Pro-এ ধাতব ফ্রেম ব্যবহার করবে বলেও জানা গেছে।