Ola Electric: স্বাধীনতা দিবসে ওলার চমক, নতুন প্রযুক্তি বদলে দেবে দেশের বৈদ্যুতিক গাড়ির মানচিত্র
ভারতে বৈদ্যুতিক যানবাহনের প্রধান উপাদান ব্যাটারি সেল আমদানি করতে হয় চীন সহ নানা দেশ থেকে। তবে এই ব্যাটারি সেলের গুণমান নিয়ে নানা সময় প্রশ্নে উঠেছে। তবে এবার এই সেল উৎপাদনেও স্বনির্ভরতার পথে একধাপ এগোল ভারত। দেশের বৃহত্তম ই-স্কুটার কোম্পানি Ola Electric মেড-ইন-ইন্ডিয়া "Bharat" ব্যাটারি সেল উন্মোচন করেছে। এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি 4680 সেল।
ওলা ইলেকট্রিক দাবি করেছে, এই ব্যাটারি সেল তৈরি করতে গিয়ে তারা ৭০-এর বেশি পেটেন্ট নিয়েছে। সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল বলেছেন, "আমরা এই প্রযুক্তি আমদানি করিনি, নিজেরাই বানিয়েছি। এই ভারত ব্যাটারি সেলের পারফরম্যান্স অবাক করার মতো। ওলার বর্তমান বৈদ্যুতিক স্কুটারে ব্যবহৃত ২১৭০ সেলের তুলনায় পাঁচ গুণ বেশি এনার্জি ডেনসিটি অফার করে এটি।
এছাড়াও, ওলার নতুন ব্যাটারি সেল দেড় গুণ ফাস্ট চার্জিং ও ১০ শতাংশ বেশি রেঞ্জ অফার করে। অর্থাৎ দ্রুত চার্জ হওয়া থেকে বেশিক্ষণ চার্জ ধরে রাখা সবেতেই দক্ষ এই নতুন সেল। ২০২৫ সাল থেকেই সংস্থার দুই চাকার বৈদ্যুতিক গাড়িতে এই ব্যাটারি সেল ব্যবহার হবে বলে মনে করা হচ্ছে। ভারতের ইলেকট্রিক ভেহিকেল শিল্পে ওলার ভারত ব্যাটারি সেল এক নতুন দিগন্তের সূচনা করতে পারে।
প্রসঙ্গত, ১৫ই আগস্ট দিনটিতে বরাবরই নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে চমকপ্রদ ঘোষণা করে সংস্থা। তিন বছর আগে এই দিনেই প্রথম ই-স্কুটার লঞ্চ করেছিল তারা। আজ ভারত ব্যাটারি সেল উন্মোচনের পর ওলা তাদের প্রথম প্রোডাকশন ইলেকট্রিক মোটরসাইকেল সামনে আনবে।