Skoda Kylaq Launched: টাটা-মারুতির ঘুম কাড়তে ভারতে এল নতুন কম্প্যাক্ট এসইউভি, বাজেটে দমদার ফিচার্স

Skoda Kylaq Launched - গাড়ি বাজারে নতুন প্লেয়ারের আগমন। এবার কম্প্যাক্ট এসইউভি দিয়ে বাজার কাঁপাতে হাজির ফোক্সওয়াগেন মালিকাধীন স্কোডা। বুধবার দেশে নতুন গাড়ি কাইল্যাক লঞ্চ করল সংস্থাটি।

Update: 2024-11-06 12:15 GMT

Skoda Kylaq Launched

গাড়ি বাজারে নতুন প্লেয়ারের আগমন। এবার কম্প্যাক্ট এসইউভি দিয়ে বাজার কাঁপাতে হাজির ফোক্সওয়াগেন মালিকাধীন স্কোডা। বুধবার দেশে নতুন গাড়ি কাইল্যাক লঞ্চ করল সংস্থাটি। জানা গিয়েছে, ২ ডিসেম্বর গাড়ির আনুষ্ঠানিক লঞ্চ করা হবে। আর ওই দিন থেকেই শুরু হবে বুকিং। ২৭ জানুয়ারি থেকে শুরু হবে ডেলিভারি। যদিও আজ গাড়ির দাম ও ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে স্কোডা।

স্কোডার কুশাক নামক গাড়ির সঙ্গে কাইল্যাকের খুব বেশি ফারাক নেই। অটোমোবাইল বিশেষজ্ঞরা একে মিনি স্কোডা কুশাক বলতে শুরু করেছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে দেশের বাজারে কম্প্যাক্ট এসইউভির চাহিদা বাড়তে দেখা গিয়েছে, তাই এই গাড়ি ক্রেতাদের হতাশ করবে না বলেই মনে করছে সংস্থা। আসুন গাড়ির দাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

স্কোডা কাইল্যাক গাড়ির দাম

এই গাড়ির ৬টি ভ্যারিয়েন্ট রয়েছে - লাভা ব্লু, টর্নেডো রেড, কার্বন স্টিল, ব্রিলিয়ান্ট সিলভার, ক্যান্ডি হোয়াইট এবং অলিভার গোল্ড। ৭.৮৯ লাখ টাকা থেকে শুরু গাড়ির দাম। আগামী মাস থেকে শুরু হবে গাড়ির আনুষ্ঠানিক বুকিং। যদিও টোকেন মূল্য এখনও জানা যায়নি। আর ২০২৫ এর জানুয়ারি থেকে শুরু হবে ডেলিভারি।

স্কোডা কাইল্যাক গাড়ির বৈশিষ্ট্য

চার চাকায় শক্তি সরবরাহের জন্য মজুত ১ লিটার পেট্রল ইঞ্জিন। সর্বাধিক ১১৪ হর্সপাওয়ার এবং ১৭৮ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইঞ্জিন। গাড়িতে মিলবে ৬ স্পিড ও ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। গাড়ির বুট ক্যাপাসিটি ৪৪৬ লিটার। সিট ফোল্ড করলে পাওয়া যাবে ১২৬৫ লিটার।

সেফটির জন্য গাড়িতে উপস্থিত ৬টি এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম হেডরেস্ট, থ্রি পয়েন্ট সিটবেল্ট ইত্যাদি। কাইল্যাক এসইউভিতে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল দিয়েছে সংস্থা। ফিচার্সের ক্ষেত্রে মিলবে ডুয়াল ডিজিটাল স্ক্রিন, পাওয়ার ড্রাইভার সিট, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, কানেক্টটেড কার টেক ইত্যাদি।

Tags:    

Similar News