আগামীকাল চন্দ্রগ্রহণ কখন শুরু কখন শেষ, আগামী তিন বছরের শেষ পূর্ণগ্রাস গ্রহণ খালি চোখেই দেখুন

By :  techgup
Update: 2022-11-07 09:39 GMT

আগামীকাল ৮ নভেম্বর, ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণের (Lunar Eclipse 2022) সাক্ষী থাকবে ভারত। আর শুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) হতে চলেছে। এই গ্রহণটি ভারতের বেশ কিছু অংশ এবং দেশের বাইরের নির্বাচিত কয়েকটি জায়গা থেকে দেখা যাবে। মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA)-র তরফে জানা গিয়েছে যে, আগামী ৮ নভেম্বর চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে, এবং পৃথিবীর একমাত্র উপগ্রহটির রং লালচে ('Blood Moon') হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু আগামী তিন বছর আর এরকম কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে না, ফলে খুব স্বাভাবিকভাবেই এই নৈসর্গিক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চাইছেন অনেকেই। আসুন, আগামীকাল এই চন্দ্রগ্রহণ কখন, কোথায় এবং কীভাবে দেখা যাবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

চলতি বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের তারিখ এবং সময়

২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে ৮ নভেম্বর। জানা গিয়েছে যে, ভারতীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে, এবং শেষ হবে ৬টা ১৮ মিনিটে। অর্থাৎ, এই গ্রহণের স্থায়িত্বকাল প্রায় ৪৫ মিনিট।

https://twitter.com/NASAMoon/status/1585638035710148608

বিশ্বের কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে

space.com-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসল্যান্ড, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, মধ্য এশিয়া ও রাশিয়া থেকে চন্দ্র গ্রহণ দেখা যাবে। তবে পূর্ব ব্রাজিল ও আর্জেন্টিনা, উত্তর স্ক্যান্ডিনেভিয়া এবং মধ্য প্রাচ্যে আংশিক বা পেনুম্ব্রল (penumbral) চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। তদুপরি, কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি সহ ভারতের বেশ কয়েকটি জায়গার বাসিন্দারাও এই 'ব্লাড মুন'-এর সাক্ষী থাকতে পারবেন বলে খবর মিলেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আগামী তিন বছরের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না গেলেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এ বছরের শেষ চন্দ্রগ্রহণের লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন

বেশ কয়েকটি ইউটিউব (YouTube) চ্যানেলের মাধ্যমে চন্দ্রগ্রহণটি দেখা যাবে। TimeandDate.com নিউ মেক্সিকোর রোজওয়েলে অবস্থিত মোবাইল অবজারভেটরির মাধ্যমে চন্দ্রগ্রহণের সরাসরি সম্প্রচার করবে। এই লাইভ স্ট্রিমটি ভোর ৪:০০ টায় (ভারতীয় সময় দুপুর ১:৩০ টা) শুরু হওয়ার কথা রয়েছে। নীচে সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া হল:

https://youtu.be/BjKUlaGmE2g

বছরের শেষ 'ব্লাড মুন' খালি চোখে দেখা কি নিরাপদ

হ্যাঁ; NASA কর্তৃপক্ষ জানিয়েছে যে, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা একেবারে নিরাপদ। তাই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনো যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্টভাবে 'ব্লাড মুন' দেখা যাবে। তবে উজ্জ্বল আলো থেকে দূরে সরে গিয়ে কোনো অন্ধকার জায়গা থেকে দেখলে তবেই এই গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

Tags:    

Similar News