Lunar Eclipse Timings: ভারতের কোন অঞ্চলে কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ, দেখে নিন সময়সূচি

By :  techgup
Update: 2022-11-08 06:56 GMT

Lunar Eclipse 2022 November Date and Time: আজ অর্থাৎ ৮ নভেম্বর বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা আগামী আর তিনবছর দেখা যাবে না। এই গ্রহণ দেখা যাবে ভারতে, যা খালি চোখে দেখা যাবে। আবার যারা মোবাইলে চোখ রেখে চন্দ্রগ্রহণ দেখতে চান, তারা TimeandDate এর ইউটিউব চ্যানেলের শরণাপন্ন হতে পারেন। আসুন ভারতের কোন শহরে কখন চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2022) দেখা যাবে জেনে নেওয়া যাক।

ভারতে কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ

ভারতে বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ প্রায় সমস্ত বড় বড় শহর থেকে দেখা যাবে, যার মধ্যে রয়েছে দেশের রাজধানী দিল্লি, গুয়াহাটি, রাঁচি, পাটনা, শিলিগুড়ি ও কলকাতা।

চন্দ্রগ্রহণ কোন শহরে কখন দেখা যাবে (Lunar Eclipse 2022 Timings in India)

কলকাতা: বিকেল ৪টে ৫৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

রাঁচি: বিকেল ৫টা ০৭ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

পাটনা: বিকেল ৫টা ৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

ভুবনেশ্বর: বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

রায়পুর: বিকেল ৫টা ২৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

নয়াদিল্লি: বিকেল ৫টা ৩২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

ইটানগর: বিকেল ৪টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

গুয়াহাটি: বিকেল ৪টে ৩৭ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

বিশাখাপত্তনম: বিকেল ৫টা ২৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

গ্যাংটক: বিকেল ৪টা ৪৮ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

প্রয়াগরাজ: বিকেল ৫টা ১৮ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

কানপুর: বিকেল ৫টা ২৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

হরিদ্বার: বিকেল ৫টা ২৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

ধরমশালা: বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

চন্ডীগড়: বিকেল ৫টা ৩১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

জম্মু: বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

নাগপুর: বিকেল ৫টা ৩৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

ভোপাল: বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

জয়পুর: বিকেল ৫টা ৪১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

বেঙ্গালুরু: বিকেল ৫টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

নাসিক: বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

আমেদাবাদ: সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

চেন্নাই: বিকেল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

হায়দ্রাবাদ: বিকেল ৫টা ৪৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

উজ্জয়িনী: বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

যোধপুর: বিকেল ৫টা ৫৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

পুনে: সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

সুরাট: সন্ধ্যা ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

জামনগর: সন্ধ্যা ৬টা ১১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

তিরুবনন্তপুরম: সন্ধ্যা ৬টা ২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

মুম্বই: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত।

পানাজি: সন্ধ্যা ৬টা ০৬ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট পর্যন্ত

Tags:    

Similar News