শুধু Apophis নয়, হারিয়ে যাওয়া এই 5টি গ্রহাণুও পৃথিবীকে ধাক্কা মারতে পারে: আশঙ্কা NASA-র

Update: 2023-11-24 06:35 GMT

মাত্র কয়েকদিন আগেই 'অ্যাপোফিস' (Apophis) নামক দীর্ঘচর্চিত দৈত্যাকার গ্রহাণু সম্পর্কে নতুন আপডেট দিয়েছিল NASA। এটি পৃথিবীকে ধাক্কা মারতে পারে এই সম্ভাবনা বারংবার উড়িয়ে দিলেও, সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে মার্কিনি গবেষণা সংস্থাটি জানিয়েছিল যে আজ থেকে পাঁচ বছর পর অর্থাৎ ২০২৯ সালে সম্ভবত পৃথিবীর কাছ ঘেঁষে পেরিয়ে যাবে অ্যাপোফিস; এমনকি ওই সময় অ্যাস্টেরয়েডটি পৃথিবীকে ধাক্কাও মারতে পারে। সেক্ষেত্রে এখন আবার তারা '2007 FT3' নামের একটি 'হারানো' গ্রহাণু সম্পর্কে সতর্কতা জারি করেছে। NASA-র মতে উল্লিখিত গ্রহাণুটি বেশ কিছু সময় নিখোঁজ ছিল মানে এর গতিবিধি ট্র্যাক করা যায়নি, কিন্তু এখন পৃথিবীর সাথে এর সংঘর্ষের আনুমানিক সময় কাছাকাছি চলে এসেছে বলে মনে হচ্ছে। এক বছর পর, ২০২৪ সালের অক্টোবরে (সম্ভবত ৫ই অক্টোবর) '2007 FT3' ধেয়ে এসে পৃথিবীকে ধাক্কা মারতে পারে বলে NASA-র অনুমান, যেখানে এটি ২.৬ বিলিয়ন টন TNT বম্বের সমতুল্য শক্তি মুক্ত করার ক্ষমতা ধারণ করবে। তবে NASA আশ্বস্ত করেছে যে, এই গ্রহাণু থেকে বিশ্বব্যাপী ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, হয়তো এটি পৃথিবীর কিছু অঞ্চলের জন্য ক্ষতির কারণ হতে পারে।

কোনো গ্রহাণু কি পৃথিবীর ক্ষতি করতে পারে?

অতীতে পৃথিবীর সাথে গ্রহাণু এবং মহাশূন্যের অন্যান্য বস্তুর বড় সংঘর্ষ হয়েছে, এমন প্রমাণ আমরা আগেই পেয়েছি। এই ধরণের সংঘর্ষে পৃথিবীতে বিদ্যমান সমগ্র প্রজাতির প্রাণী এবং সভ্যতাকে নিশ্চিহ্ন হওয়ার কথাও ইতিমধ্যেই বলেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ আগামীদিনে কোনো গ্রহাণু, পৃথিবীকে ধাক্কা মারলে তার প্রভাব পড়তেই পারে। তবে এই ধরণের সম্ভাব্য বিপদ থেকে আগাম সতর্কতা পেতে এবং সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে মানুষ ধীরে ধীরে এই ধরনের বস্তু বা ঘটনা শনাক্ত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি তৈরি করেছে। বর্তমানে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (CNEOS) দ্বারা পরিচালিত নাসার সেন্ট্রি ইমপ্যাক্ট-মনিটরিং সিস্টেম এই উদ্দেশ্যেই কাজ করে – এটি মহাকাশে গ্রহাণুগুলিকে ট্র্যাক।

এই চারটি গ্রহাণুও আছে NASA-র নিরীক্ষণে

শুধু 'অ্যাপোফিস' বা '২০০৭ এফটি৩' নয়, আরও চারটি গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা দেখেছে নাসা। এই মুহূর্তে তারা সেন্ট্রি ইমপ্যাক্ট-মনিটরিং সিস্টেমের মাধ্যমে '১০১৯৫৫ বেন্নু' [101955 Bennu] , ২০২৩ টিএল৪ [2023 TL4], ২৯০৭৫ (১৯৫০ ডিএ) [29075 (1950 DA)] এবং ১৯৭৯ এক্সবি [1979 XB] গ্রহাণুগুলির ওপর নজর রাখছে।

  • 101955 Bennu: এই গ্রহাণুটি ১৯৯৯ সালে আবিষ্কৃত হয়েছিল এবং এটির সম্ভাব্য প্রভাব তুলনামূলকভাবে বেশি (১.৪ বিলিয়ন টন TNT বম্বের সমতুল্য ক্ষমতাযুক্ত) বলে বিবেচনা করা হচ্ছে। যদিও এটি ২১৭৮-২২৯০ সালের দিকে পৃথিবীর কাছাকাছি আসবে বা এর সংঘর্ষের সম্ভাবনা ০.০৩৭% বলে পূর্বাভাস মিলেছে।
  • 2023 TL4: ৭.৫ বিলিয়ন টন টিএনটির সমতুল্য ক্ষমতাযুক্ত এই গ্রহাণুটি বেশ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। এর সংঘর্ষের সম্ভাবনা ০.০০০৫৫% এবং এটি ২১১৯ থেকে ২১২১ সালের মধ্যে যেকোনো সময় পৃথিবীর 'কাছে' আসতে পারে।
  • 29075 (1950 DA): এটি প্রায় ৫০ বছর আগে নাসার নজর থেকে হারিয়ে গিয়েছিল, তবে এখন তারা জানিয়েছে যে ২৮৮০ সালের মধ্যে যেকোনো সময় এটি পৃথিবীর উপর প্রভাব ফেলবে এবং ৭৫ বিলিয়ন টন টিএনটির শক্তি মুক্ত করবে।
  • 1979 XB: প্রায় ৩০ বিলিয়ন টন টিএনটির শক্তি বিশিষ্ট এই গ্রহাণুটি নিয়ে বিজ্ঞানীমহল উদ্বিগ্ন রয়েছেন। অত্যন্ত বিপজ্জনক গ্রহাণু হিসেবে বিবেচিত হলেও এটি প্রায় ৪০ বছর ধরে রাডারের বাইরে আছে।

Tags:    

Similar News