গ্রামগঞ্জেও মিলবে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা, আরও ৫৬টি স্যাটেলাইট মহাকাশে পাঠাল Starlink

By :  techgup
Update: 2023-05-17 06:22 GMT

ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি স্পেসএক্স (SpaceX) পৃথিবীর নিচের কক্ষপথে স্টারলিঙ্কের (Starlink Broadband Satellite) ৫৬টি স্যাটেলাইট পাঠাতে সক্ষম হল। এটি চলতি বছরে তাদের ৩১তম সফল অরবিটাল মিশন। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ১৪ই মে, রবিবার, ভোর ১.০৩ (ভারতীয় সময় সকাল ১০.৩৩) মিনিটে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। ফ্যালকন নাইন রকেট দ্বারা স্যাটেলাইটগুলিকে মহাকাশে তাদের নির্দিষ্ট কক্ষপথে পাঠানো হয়। এবং ফ্যালকন নাইন প্রথম পর্যায়ের উৎক্ষেপণ সফল করে পৃথিবীতে ফিরে আসে এবং স্পেসএক্স ড্রোনশিপে অবতরণ করে, যা সংস্থার ১১তম সফল রকেট উৎক্ষেপণ ও অবতরণ।

SpaceX-এর ফ্যালকন নাইন রকেটে চড়ে মহাকাশে পৌঁছে গেলো Starlink এর ৫৬টি স্যাটেলাইট

আপাতত এই ইন্টারনেট স্যাটেলাইট গুলি অন্তরীক্ষে নিজস্ব কক্ষপথে বিরাজ করবে। এবং ভবিষ্যতে দ্রুতগতির উন্নত ব্রডব্যান্ড পরিষেবা প্রদানের ব্যাপারে উক্ত সংস্থার সহায় হবে। বর্তমানে অন্তরীক্ষে স্টারলিঙ্কের প্রায় ৪, ৪০০ টি উপগ্রহ রয়েছে। এর মধ্যে সক্রিয় উপগ্রহের সংখ্যা প্রায় ৪,০০০টিরও বেশি এবং এই কোম্পানিটি তার প্রতিটি সফল উৎক্ষেপণের সঙ্গে এই সংখ্যা বৃদ্ধি করে চলেছে।

রবিবারের এই উৎক্ষেপণটি ছিল চলতি বছরের ২৯তম ফ্যালকন নাইন ফ্লাইট। আর এটি ছিল স্পেসএক্সের শক্তিশালী ফ্যালকন হেভি রকেটের তৃতীয় অরবিটাল মিশন। কোম্পানিটি মনে করে যে, এই উৎক্ষেপণের মাধ্যমে স্টারলিঙ্কের সাথে গ্রাহকদের হাতের নাগালে এসে যাবে এই স্পেস লঞ্চ সার্ভিস।

সফল ভাবে ফিরে এসেছে ফ্যালকন নাইন রকেট

স্পেসএক্সের এই মিশনের সাফল্য পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে কোম্পানির অব্যাহত অগ্রগতির প্রমাণ। আর ফ্যালকন নাইনের প্রথম পর্যায়ে পৃথিবীতে অবতরণ করার মাধ্যমে, কোম্পানিটি তার প্রতিটি লঞ্চে উল্লেখযোগ্য খরচ ও সম্পদ বাঁচাতে সক্ষম হয়েছে। কোম্পানির সিইও ইলন মাস্ক এই প্রযুক্তিটিকে মহাকাশ ভ্রমণের এক গ্রহণযোগ্য এবং সাশ্রয়ী মাধ্যম বলে ঘোষণা করেছিলেন।

Starlink এর স্যাটেলাইট উৎক্ষেপনের উপকারিতা

নতুন স্টারলিঙ্ক ব্রডব্যান্ড স্যাটেলাইট (Starlink Broadband Satellite) উৎক্ষেপনের ফলে বিশ্বের একাধিক এলাকায় মানুষ উচ্চ-গতির ইন্টারনেট পাবেন। বিশেষ করে প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলে যেখানে প্রথাগত ব্রডব্যান্ড পরিষেবা (Broadband Service) উপলব্ধ নেই, সেখানকার মানুষও এটির সুবিধা পাবেন। মনে করা হচ্ছে এই উৎক্ষেপণ ডিজিটাল বিভাজন দূর করার সাথে সাথে সব মানুষের প্রয়োজনীয় যোগাযোগ এবং তথ্য পরিষেবাগুলির অ্যাক্সেস আরো সহজ করে তুলবে। তাছাড়া SpaceX এর এই সফল উৎক্ষেপণ এবং অবতরণকে মহাকাশ শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News