Total Eclipse 2024: আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, স্মার্টফোন ইউজাররা খবরদার এই ভুল করবেননা

Update: 2024-04-08 06:30 GMT

Suryagahan 2024: আজ 8 এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ পূর্ণগ্রাস প্রকৃতির, যা নিয়ে বর্তমানে গোটা বিশ্বেই চর্চা চলছে। এমনকি এর সাক্ষী থাকতে বিদেশে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন বলে জানা গিয়েছে, কেননা গত 54 বছরে এটিই দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে। সেক্ষেত্রে গ্রহণ বা একলিপ্স (eclipse) মহাজাগতিক ঘটনা হলেও ভারতে এই বিষয়ে নানা ধরনের বিশ্বাস-মতের চল রয়েছে। ধর্ম তথা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা আজ অনেক নিয়ম মেনে চলবেন। তবে এইসব জিনিস না মানলেও গ্রহণে কিন্তু স্মার্টফোন ইউজারদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে তা নষ্ট হয়ে যেতে পারে।

আসলে, সম্প্রতি আমেরিকার মহাকাশ সংস্থা নাসা (NASA) সূর্যগ্রহণের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। তাদের মতে কিছু জিনিস গ্রহণের সময় উপেক্ষা করলে শখের স্মার্টফোন অচিরেই নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে গুনতে হবে রিপেয়ারিং খরচ বা প্রয়োজনে নতুন স্মার্টফোন কিনতে হবে।

সূর্যগ্রহণ নিয়ে ঠিক কী বলেছে NASA?

এখনকার সময়ে সবাই ফোনে বিভিন্নরকম ছবি ক্লিক করতে ভালবাসেন। সেক্ষেত্রে সূর্যগ্রহণ জাতীয় ঘটনার সময়েও অনেকে একই কাজ করেন বা ভাবেন স্মার্টফোন থেকে গ্রহণের ফটোগ্রাফি করা উচিত কিনা। সম্প্রতি এই বিষয়টিই খোলসা করেছে নাসা।

আসলে এক জনপ্রিয় ইউটিউবার এই অর্গানাইজেশনকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন যে, স্মার্টফোন থেকে সূর্যগ্রহণের ছবি ক্লিক করলে ক্যামেরার সেন্সরের ক্ষতি হবে কিনা, তা তিনি সঠিকভাবে জানতে পারেননি। তারই উত্তরে নাসা জানিয়েছে যে, যদি কেউ গ্রহণের মতো ঘটনা মোবাইল ক্যামেরায় ক্যাপচার করতে চান, তবে তাতে হ্যান্ডসেটের ক্ষতি হতে পারে – সরাসরি সূর্যের দিকে ক্যামেরা তাক করলে ক্ষতিগ্রস্ত হতে পারে সেন্সর।
https://x.com/NASA/status/1775987385475403874

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ, সময় কখন?

আজ, ভারতীয় সময় অনুযায়ী অমাবস্যা তিথিতে রাত 9:13টায় সূর্যগ্রহণ শুরু হবে এবং এটি চলবে মধ্যরাত (পরের তারিখ মানে 9 এপ্রিল) 2:22টা পর্যন্ত। এটি প্রায় 5 ঘন্টা 10 মিনিট স্থায়ী হবে। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবেনা। এমতাবস্থায় দেশের বাইরে যেসব স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেখানে থাকলে কিংবা পরে ভারতে গ্রহণ দেখার সুযোগ হলে, সেক্ষেত্রে নাসার সতর্কবার্তা মাথায় রাখাই ভালো।

Tags:    

Similar News