5 সেরা পয়সা উসুল মোবাইল ফোন, 10 হাজারের কমে Redmi-Realme সহ জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন
আপনি কি নতুন কোনো স্মার্টফোন খোঁজ করছেন? তবে বাজেট কম? তাহলে আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি Vivo, Realme এবং Redmi ব্র্যান্ডিংয়ের ৫টি সেরা এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটের তালিকা। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি স্মার্টফোনের দাম ১০,০০০ টাকার কম থাকছে। দাম কম হওয়ার দরুন এগুলিতে আপনারা ফ্ল্যাগশিপ-রেঞ্জের কনফিগারেশন পাবেন না ঠিকই, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত তথা উন্নত ফিচারের স্বাদ উপভোগ করতে পারবেন। চলুন ১০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা দেখে নেওয়া যাক…
১০,০০০ টাকার নিচে উপলব্ধ স্মার্টফোনের তালিকা
Vivo Y15s: ভিভো ওয়াই১৫এস স্মার্টফোনে আছে ৬.৫১-ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার এসপেক্ট রেশিও ২০:৯। এতে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ কাস্টম স্কিনে রান করে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। আর ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ওয়াই১৫এস ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য মিলবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
দাম - Vivo Y15s স্মার্টফোনের ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৯,৪৯৯ টাকা।
Realme Narzo 50A Prime: রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে, যা ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে অক্টা কোর ইউনিসক টি৬১২ প্রসেসর আছে। আবার ফটো ও ভিডিওগ্রাফির জন্য হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি মনোক্রোম পোট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো শ্যুটার। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
দাম - Realme narzo 50A Prime স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য ৯,৪৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৯,৯৯৯ টাকা।
Redmi 10A: রেডমি ১০এ স্মার্টফোনে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিন দ্বারা চালিত। ফটো তোলার জন্য উক্ত ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত, যা পোট্রেট মোড ফিচার সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য রেডমি ১০এ ফোনে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।
দাম - দামের কথা বললে Redmi 10A ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৬৯৯ টাকা। আর বেস মডেল অর্থাৎ ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে পাওয়া যাবে ৮,৪৯৯ টাকায়।
Tecno Spark 8 Pro: টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) ডট-ইন ডিসপ্লে। ডিসপ্লের কাট আউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আবার ফোনের পিছনে বিদ্যমান থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পারফরম্যান্সের জন্য আলোচ্য টেকনো ফোনে মালি জি-৫২ জিপিইউ এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ভার্চুয়াল স্টোরেজ এক্সটেনশন প্রযুক্তি সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এই ফোনে বিদ্যমান থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো স্পার্ক ৮ প্রো ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।
দাম - Tecno Spark 8 Pro স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ বিকল্পের দাম রাখা হয়েছে ৮,২৯৯ টাকা।
Samsung Galaxy M04: স্যামসাং গ্যালাক্সি এম০৪ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) PLS LCD ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর সহ এসেছে। এই ফোন ৪ জিবি ভার্চুয়াল র্যাম বা সংস্থার ভাষায় র্যাম প্লাস ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক ওয়ানইউআই (OneUI) কাস্টম স্কিন পাওয়া যাবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য, এম-সিরিজের এই স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। এগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। তদুপরি, পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সমর্থন করে৷ এই এন্ট্রি-লেভেল ফোনে ফেস আনলকের মতো বায়োমেট্রিক রিকগনেশন ফিচার উপলব্ধ।
দাম - Samsung Galaxy M04 ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৮,৪৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পকে পাওয়া যাবে ৯,৪৯৯ টাকার বিনিময়ে।