9000 টাকার কমে 5G স্মার্টফোন, জনপ্রিয় এই ফোন পাওয়া যাচ্ছে সস্তায়

By :  techgup
Update: 2024-08-31 03:53 GMT

আপনি যদি দুর্দান্ত ফিচার সহ কোনো ভালো 5G স্মার্টফোন কিনতে চান, আর আপনার বাজেট যদি 9,000 টাকার কম হয়, তাহলে Poco M6 5G আপনার জন্য সেরা হতে পারে। কারণ এতে আছে 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আরো দুর্দান্ত স্পেসিফিকেশন। তাই আসুন দেরি না করে এই ফোনটি কত টাকায় কোথায় উপলব্ধ, আর এর স্পেসিফিকেশনগুলি কি কি জেনে নেওয়া যাক।

Poco M6 5G কোথা থেকে কিনবেন?

এখন আপনি Flipkart থেকে Poco M6 5G কিনতে পারবেন। জানিয়ে রাখি এই ডিভাইসটি মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আর এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8499 টাকা। এছাড়া, এর 4 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 9,249 টাকা এবং 10,999 টাকা।

আরও পড়ুন: Poco M6 5G মিলবে হাজার টাকা সস্তায়, লঞ্চ হল নতুন 4 জিবি + 64 জিবি স্টোরেজ

Poco M6 5G এর স্পেসিফিকেশন

পোকো-র এই স্মার্টফোনে TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ 6.74-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে উপস্থিত, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে আছে 6100+ চিপসেট এবং গ্রাফিক্সের জন্য আছে মালি-G57 MC2 সমর্থন। ক্যামেরা সেটআপের কথা বললে POCO M6 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যাতে AI ক্যামেরা এবং LED ফ্ল্যাশ লাইট সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000 এমএএইচ ব্যাটারিও রয়েছে, যা 18 ওয়াট ওয়্যার্ড চার্জিং সমর্থন করে। এই ডিভাইসটি Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 অপারেটিং সিস্টেমে চালিত হয়। এছাড়াও, কানেক্টিভিটি অপশন হিসেবে এর সাথে 3.5 মিমি অডিও জ্যাক, ব্লুটুথ ভার্সন 5.3, জিপিএস এবং ডুয়াল-সিম সাপোর্ট উপস্থিত।

Tags:    

Similar News