মাত্র ৬৪৯৯ টাকা থেকে Redmi, Realme, Samsung ফোন, শুরু হল Amazon ফ্যাব ফোনস সেল
প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৬শে নভেম্বর থেকে Amazon তাদের অফিসিয়াল সাইটে লাইভ করে দিল Fab Phones Fest সেল। ৩১শে নভেম্বর পর্যন্ত চলা এই সেলে একাধিক নামিদামি ব্র্যান্ডের নানাবিধ সেগমেন্টের স্মার্টফোনকে ৪০% পর্যন্ত ডিসকাউন্টের সাথে উপলব্ধ করা হয়েছে। এক্ষেত্রে এই তালিকায় বাজেট-রেঞ্জের কয়েকটি 'বেস্ট সেলিং' হ্যান্ডসেটও অতিশয় কম দামে অন্তর্ভুক্ত আছে। ফলে একটি নয়া স্মার্ট মোবাইল কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি ১৬,০০০ টাকার কম হয়, তবে Redmi A1, Redmi 10A, Realme narzo 50A, Samsung Galaxy M13 ও iQOO Z6 Lite 5G মডেলগুলির মধ্যে একটিকে বেছে নিতে পারেন। কেননা সেলে উল্লেখিত এই ফোনগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৬,৪৯৯ টাকা থেকে। টেকসই ও স্টাইলিশ ডিজাইনের এই স্মার্টফোনগুলি গেমিংয়ের জন্য আদর্শ। তাই চলুন Amazon Fab Phones Fest Sale -এ উক্ত ফোনগুলিকে কি কি অফারের সাথে বিক্রি করা হচ্ছে দেখে নেওয়া যাক।
প্রসঙ্গত, এই সেলে OneCard এবং নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও অফার করা হবে। এছাড়া ভারী এক্সচেঞ্জ বোনাস এবং ১২ মাস পর্যন্ত বৈধতা সম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও ওঠাতে পারবেন ক্রেতারা।
Amazon Fab Phones Fest সেলে বাজেট স্মার্টফোনে অফার
Redmi A1 (Light Green, 2GB RAM 32GB ROM) : ৬,৪৯৯ টাকা (২৮% বা ২,৫০০ টাকা ডিসকাউন্ট)
মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে আসা রেডমি এ১ ফোনে একটি ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) LCD ডিসপ্লে আছে, যার ডিজাইন ডিউ-ড্রপ নচ স্টাইলের। এটি নেয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এ-সিরিজের এই রেডমি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল- ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর ডিভাইসের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সর্বোপরি দাম কম হলেও রেডমি এ১ স্মার্টফোনে পাওয়া যাবে ১০ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
Redmi 10A (Charcoal Black, 4GB RAM, 64GB Storage) : ৮,৪৯৯ টাকা (২৯% বা ৩,৫০০ টাকা ডিসকাউন্ট)
রেডমি ১০এ ফোনে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ২৫ প্রসেসর। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য, উক্ত ফোনে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত। এতে পোট্রেট মোড ফিচার সাপোর্ট করে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য রেডমি ১০এ ফোনে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
Realme narzo 50A (Oxygen Blue , 4GB RAM + 64 GB Storage) : ১১,৪৯৯ টাকা (১২% বা ১,৫০০ টাকা ডিসকাউন্ট)
রিয়েলমি নারজো ৫০এ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যা ২০.৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইল। পারফরম্যান্সের জন্য আলোচ্য ডিভাইসে আর্ম মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস দ্বারা চালিত। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক-এন্ড-হোয়াইট পোট্রেট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। রিয়েলমি নারজো ৫০এ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তা সুনিশ্চিত করতে এতে ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত থাকছে।
Samsung Galaxy M13 (Midnight Blue, 4GB, 64GB Storage) : ১০,৪৯৯ টাকা (৩০% বা ৪,৫০০ টাকা ডিসকাউন্ট)
ডুয়াল-সিমের (ন্যানো) স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে, যা ৪৮০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আবার ডিসপ্লে প্যানেলকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন ব্যবহার করা হয়েছে। ভালো পারফরম্যান্স অফার করার জন্য ডিভাইসটি সংস্থার নিজেস্ব এক্সিনস ৮৫০ প্রসেসরের সাথে এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪ কাস্টম ওএস দ্বারা চালিত। এই ফোন স্যামসাংয়ের ‘র্যাম প্লাস’ ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য আলোচ্য মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৫ ওয়াট চার্জিং সমর্থন করে।
iQOO Z6 Lite 5G (Stellar Green, 6GB RAM, 128GB Storage) : ১৫,৪৯৯ টাকা (১৮% বা ৩,৫০০ টাকা ডিসকাউন্ট)
আইকো জেড৬ লাইট ৫জি ফোনের সামনে দেখা যাবে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০৮×১,০৮০ পিক্সেল) ডিসপ্লে, যা ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ (FuntouchOS 12) কাস্টম স্কিন। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।