ফোন কিনলে ইয়ারবাডস ফ্রি, শুরু হয়ে গেল Amazon Great Republic Day Sale

By :  techgup
Update: 2023-01-14 06:29 GMT

আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গ্রাহকদেরকে চুটিয়ে কেনাকাটা করার সুযোগ করে দিতে আগামীকাল অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ শুরু হচ্ছে Great Republic Day Sale, যেটি চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। তবে প্রাইম (Prime) মেম্বাররা ইতিমধ্যেই আজ অর্থাৎ, ১৪ জানুয়ারি রাত ১২ টা থেকে সেলটির আর্লি অ্যাক্সেস পেয়ে গিয়েছেন৷ সেল চলাকালীন ব্যবহারকারীরা বিভিন্ন ক্যাটাগরির নানাবিধ প্রোডাক্টে দুর্দান্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফার পেতে সক্ষম হবেন। এর পাশাপাশি আলোচ্য বিক্রয়পর্বে ক্রেতাদের জন্য একাধিক ব্যাংক অফারের সুবিধাও উপলব্ধ থাকবে।

Amazon Great Republic Day Sale-এ একাধিক আকর্ষণীয় ব্যাংক অফার পেতে সক্ষম হবেন ক্রেতারা

আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন গ্রাহকরা এসবিআইয়ের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন। তদুপরি, বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ডে নো-কস্ট ইএমআই, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, অ্যামাজন পে লেটার ব্যবহারের সুবিধাও উপলব্ধ থাকবে। এছাড়া, এই সেলে একাধিক আকর্ষণীয় অফারের সুবিধা মজুত থাকছে প্রাইম মেম্বারদের জন্য। ই-কমার্স সাইটটি জানিয়েছে যে, সেল চলাকালীন প্রাইম মেম্বাররা ২০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। উপরন্তু, এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং অতিরিক্ত তিন মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যাবে।

Amazon Great Republic Day Sale-এ iPhone সহ একাধিক Android স্মার্টফোন অতিশয় সস্তায় কেনা যাবে

সেল চলাকালীন স্মার্টফোন, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, হোম অ্যাপ্লায়েন্স সহ আরও একাধিক প্রোডাক্ট অতিশয় সস্তায় কিনে ফেলতে পারবেন ক্রেতারা। তবে অ্যামাজনের আলোচ্য বিক্রয়পর্বটিতে যারা অত্যন্ত কম খরচে একটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন কেনার প্ল্যান করছেন, মূলত তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন৷ সংস্থার তরফে জানানো হয়েছে যে, বহুমূল্যবান আইফোন (iPhone)-এর পাশাপাশি শাওমি (Xiaomi), স্যামসাং (Samsung), ওপ্পো (Oppo), ওয়ানপ্লাস (Oneplus), রিয়েলমি (Realme)-র মতো একাধিক নামজাদা সংস্থার বিভিন্ন হ্যান্ডসেট সেল চলাকালীন অত্যন্ত সস্তায় পকেটস্থ করার সুযোগ পাবেন ইউজাররা৷

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত এবং মোবাইল অ্যাক্সেসরিজে ৭০% পর্যন্ত ছাড় মিলবে বলে সংস্থার তরফে জানা গিয়েছে। সেল চলাকালীন একটি ব্র্যান্ড-নিউ ৫জি (5G) স্মার্টফোন কিনতে হলে ক্রেতাদের অন্ততপক্ষে ৯,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। আবার, মোবাইল অ্যাক্সেসরিজের দাম শুরু হচ্ছে মাত্র ৩৯ টাকা থেকে। এছাড়া, অনেক স্মার্টফোন মডেলের সঙ্গে ইয়ারবাডস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। তাহলে আসুন, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে কোন কোন স্মার্টফোন অতিশয় সস্তায় কেনা যাবে, সে সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Amazon Great Republic Day Sale-এ একাধিক নামজাদা কোম্পানির বিভিন্ন স্মার্টফোনে মিলবে দুর্দান্ত ছাড়

  • সেল চলাকালীন আইফোন ১৩ (iPhone 13)-এর বেস ভ্যারিয়েন্ট ৫৭,৯০০ টাকায় কেনা যাবে।
  • রেডমি এ১ (Redmi A1) এবং লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) কিনতে হলে খরচ পড়বে যথাক্রমে ৫,৩৯৯ টাকা এবং ৯,৯৯৯ টাকা।
  • ওয়ানপ্লাস ১০আর ৫জি (OnePlus 10R 5G) এবং ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি (OnePlus 10 Pro 5G) যথাক্রমে ২৯,৯৯৯ টাকায় এবং ৫৫,৯৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য, এর মধ্যে এসবিআইয়ের ক্রেডিট কার্ড মারফত উপলব্ধ ইনস্ট্যান্ট ডিসকাউন্টও অন্তর্ভুক্ত রয়েছে।
  • ওয়ানপ্লাস ১০টি ৫জি (OnePlus 10T 5G)-এর বেস মডেলটি সেল চলাকালীন ৪৪,৯৯৯ টাকায় খরিদ করতে পারবেন ইউজাররা।
  • ১,০০০ টাকা অতিরিক্ত ব্যাংক ক্যাশব্যাকের দরুন ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি (OnePlus Nord CE 2 Lite 5G) ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার, ১,৫০০ টাকার ব্যাংক ক্যাশব্যাকের সৌজন্যে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি (OnePlus Nord 2T 5G) ফোনটি কিনতে হলে ক্রেতাদের ২৭,৪৯৯ টাকা ব্যয় করতে হবে।
  • অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ১৫,৪৯৯ টাকায়, রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) ১১,৯৯৯ টাকায়, রেডমি ১০এ (Redmi 10A) ৭,২৯৯ টাকায়, রেডমি কে৫০আই ৫জি (Redmi K50i 5G) ২২,৯৯৯ টাকায়, এবং শাওমি ১২ প্রো (Xiaomi 12 Pro) ৫৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার, নির্বাচিত কয়েকটি শাওমি স্মার্টফোনের সাথে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে ৮৯৯ টাকা মূল্যের ইয়ারফোন।
  • সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এম০৪ (Samsung Galaxy M04) মাত্র ৭,৪৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। আবার, স্যামসাং গ্যালাক্সি এম১৩ (Samsung Galaxy M13) ৮,৪৯৯ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি (Samsung Galaxy M33 5G) ১৩,৪৯৯ টাকায় করায়ত্ত করা যাবে।
  • ৩৫ শতাংশ ছাড়ের দৌলতে স্যামসাং গ্যালাক্সি এস২২ (Samsung Galaxy S22) ফোনটি ৫১,৭৪৯ টাকায় খরিদ করা যাবে। আবার, ৬০ শতাংশ ছাড়ের সুবাদে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি (Samsung Galaxy S20 FE 5G) ফোনটিকে পকেটস্থ করতে চাইলে ক্রেতাদের ২৮,৭৪৯ টাকা খরচ করতে হবে।
  • আসন্ন সেলে আইকো ১১ ৫জি (iQOO 11 5G) ৫৪,৯৯৯ টাকায়, আইকো জেড৬ লাইট ৫জি (iQOO Z6 Lite 5G) ১১,২৪৯ টাকায়, আইকো নিও ৬ ৫জি (iQOO Neo 6 5G) ব্যাংক অফারের সুবাদে ২৪,৯৯৯ টাকায়, আইকো জেড৬ ৪৪ডব্লিউ (iQOO Z6 44W) ১২,৭৪৯ টাকায়, আইকো জেড৬ ৫জি (iQOO Z6 5G) ১২,৭৪৯ টাকায়, আইকো ৯ এসই (iQOO 9 SE) ২৫,৯৯০ টাকায়, এবং আইকো জেড৬ প্রো ৫জি (iQOO Z6 Pro 5G) ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া, সংস্থার নির্বাচিত কয়েকটি ফোনের সাথে ৮৯৯ টাকা মূল্যের ইয়ারফোন সম্পূর্ণ বিনামূল্যে এবং সেইসাথে ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও মিলবে৷
  • রিয়েলমি নারজো ৫০ (Realme Narzo 50) এবং রিয়েলমি নারজো ৫০ প্রো ৫জি (Realme Narzo 50 Pro 5G) ডিভাইস দুটিকে পকেটস্থ করতে চাইলে খরচ পড়বে যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা (ব্যাংক অফার সহ)। উল্লেখ্য, এই দুটি মডেলের সাথে পাওয়া যাবে একটি ইয়ারফোন, যার দাম ৮৯৯ টাকা।
  • ১২ মাসের ফ্রি প্রাইম মেম্বারশিপ এবং ৫,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসের সৌজন্যে টেকনো ফ্যান্টম এক্স২ (Tecno Phantom X2) ফোনটি ৩৯,৯৯৯ টাকায় কিনতে সক্ষম হবেন ইউজাররা। এছাড়া, টেকনো স্পার্ক ৯ (Tecno Spark 9), টেকনো পপ ৬ প্রো (Tecno Pop 6 Pro), এবং টেকনো পোভা ৪ (Tecno Pova 4) কিনতে চাইলে খরচ পড়বে যথাক্রমে ৭,৭৯৯ টাকা, ৫,৯৯৯ টাকা, এবং ১০,৯৯৯ টাকা। বলে রাখি, টেকনোর সকল স্মার্টফোনে মিলবে ১,২৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যাংক ডিসকাউন্টের সুবিধা।
  • অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন ওপ্পো এফ২১এস প্রো (Oppo F21s Pro) এবং ওপ্পো এফ২১এস প্রো ৫জি (Oppo F21s Pro 5G) যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২৩,৪৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য, এর মধ্যে ব্যাংক অফার এবং ১,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News